Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দি জেলায় চারটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট
ওয়েটুবরাক, ১২ অক্টোবর : হাইলাকান্দি জেলায় প্লাস্টিকের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারি উদ্যোগে চারটি ক্ষুদ্র প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট স্থাপন করা হবে। বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির অক্টোবর মাসের সভায় এই তথ্য জানানো হয়। জেলাশাসক নিসর্গ হিবরের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয়, জেলার আলগাপুরের বড়নগদ, হাইলাকান্দি ব্লকের রংপুর, লালার ধনীপুর এবং কাটলিছড়ার দীননাথপুরে বর্জ্য ব্যবস্থাপনার এই ইউনিটগুলি পিএইচই বিভাগের উদ্যোগে স্থাপন করা হবে। সভায় জেলার পূর্তসড়ক গুলির মেরামতি বা নির্মাণের কাজ চলতি শুকনো মরসুমে গতি আনার নির্দেশ দিয়েছেন জেলাশাসক৷
তিনি জানান, মেরামতি বা নির্মাণ কাজ সম্পূর্ণ হলে প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে কাজের গুণগতমান ৭ দিনের মধ্যে পরীক্ষা করা হবে। বনবিভাগের আওতাধীন রিজার্ভ ফরেস্ট জমিতে কোনও কল্যাণমূলক প্রকল্প রূপায়নের অনুমতির জন্য “পরিবেশ” নামক পোর্টালে অনুমতির দরখাস্ত আপলোড করতে বিভিন্ন বিভাগীয় আধিকারিদেরকে সভায় জানিয়ে দেন ডিএফও । পিএইচই বিভাগের পাইপ যুক্ত পানীয় জল প্রকল্পগুলির ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা পঞ্চায়েতের ও গ্রাম উন্নয়ন বিভাগের হাতে তুলে দিতে সংশ্লিষ্ট বিডিওদের দ্রুত পদক্ষেপ নিতে সভায় নির্দেশ দেন। জেলার যে ১৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনও বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি সেগুলিতে দ্রুত ইলেকট্রিফিকেশন করার জন্য এপিডিসিএলকে সভায় নির্দেশ দেওয়া হয়।
কৃষি বিভাগ থেকে জানানো হয়, সার বিক্রির লাইসেন্স না থাকায় বেআইনি সার বিক্রির জন্য জেলায় ছয় জনের বিরুদ্ধে পুলিশে মামলা করা হয়েছে। রাজ্য নগর জীবিকা মিশনের পক্ষ থেকে জানানো হয়, হাইলাকান্দি শহরে নিরাশ্রয়দের জন্য একটি শেল্টার হোম নির্মাণ করা হবে। বুধবারের সভায় ডিডিসি আর কে লস্কর সহ চারজন এডিসি এবং জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।