Barak UpdatesHappeningsCultureBreaking News
২৬ মে ধামাইল দিবস উদযাপনে বিশেষ উদ্যোগ শিলচরে
ওয়েটুবরাক, ৭ মেঃ সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী ২৬ মে ধামাইল দিবস উদযাপন নিয়ে সোমবার সন্ধ্যায় শিলচরে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডঃ অনুপ কুমার রায়ের পৌরহিত্যে আয়োজিত বৈঠকে উপস্থিত বিভিন্ন বক্তা উক্ত কার্যক্রমের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বরাক উপত্যকার ঐতিহ্যগত ধামাইল নৃত্যকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতির একে প্রথম পদক্ষেপ হিসাবে মত প্রকাশ করেছেন বিভিন্ন বক্তা। তাঁদের মধ্যে অন্যতম হলেন বিশিষ্ট লোকগবেষক ডঃ অমলেন্দু ভট্টাচার্য, লোকমঞ্চের সহ-সভাপতি সুপ্রদীপ দত্তরায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক ক্রমে শিবব্রত দত্ত ও অতনু ভট্টাচার্য, হাইলাকান্দি থেকে আগত গৌতম গুপ্ত, রূপম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষে কাজল কর্মকার, লোকশিল্পী মঙ্গলা নাথ, অসীম ভট্টাচার্য, সুদক্ষিণা ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড়, সম্মিলিত লোকমঞ্চের কোষাধ্যক্ষ শ্যামল কান্তি নাথ, প্রচার সম্পাদক কমলেশ দাশ, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, ঝিমলি নাথ, অঙ্কিতা ভট্টাচার্য, মনিমিতা গোস্বামী, সর্বশ্রী নাথ প্রমুখ। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন সম্মিলিত লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাশ।