India & World UpdatesHappeningsBreaking News
সূর্যের উদ্দেশে রওনা দিয়েছে আদিত্য এল ওয়ান
ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশে রওনা দিয়েছে আদিত্য এল ওয়ান। সফল উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে এদিন বলেন, চন্দ্রযান থ্রি- এর সাফল্যের পর ভারতের মহাকাশ যাত্রা চালু রইল।
বিজ্ঞানীদের প্রচেষ্টায় এভাবেই আমরা ইউনিভার্স সম্পর্কে আরও নতুন তথ্য তুলে ধরব। রাষ্ট্রপতি জানান, ভারতের এই সৌর মিশন মহাকাশ বিজ্ঞানকে অন্য মাত্রায় নিয়ে যাবে। এভাবেই আমরা একের পর এক ল্যান্ডমার্ক পার করব। আমার বিশ্বাস এই সৌর মিশন মহাকাশ সম্পর্কে অনেক নতুন তথ্য সামনে আনবে। ইসরোর বিজ্ঞানীদের জন্য আমার শুভেছা রইল