TourismFeature Story

বারাণসীর ঘাটে অত্যাধুনিক জাহাজ, ১৫ আগস্ট যাত্রা শুরু
Luxury Cruise Ship On River Ganga From Aug 15

 

 

১৪০০ কিলোমিটার পেরিয়ে অলকানন্দা কলকাতা থেকে বারাণসী পৌঁছাল। এ অবশ্য অনানুষ্ঠানিক যাত্রা। বলা যায়, আনুষ্ঠানিকতার জন্যই অনানুষ্ঠানিকতা। আগামী ১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

 

বারাণসী ভারতের প্রাচীনতম শহর। পর্যটনের জন্য এই শহর অত্যন্ত জনপ্রিয়। একে কাজে লাগাতেই অলকানন্দা নামের বিলাসবহুল জাহাজকে জলে ছাড়া হচ্ছে। পর্যটকদের জন্য এটি উন্নত প্রযুক্তিতে নির্মিত। অলকানন্দা মূলত পর্যটকদের বারাণসীর ঘাটগুলি ঘুরে দেখাবে। সঙ্গে প্রতিটি ঘাটের ইতিহাস তুলে ধরবে।

 

২ হাজার বর্গফুটের দোতলা জাহাজটির পরতে পরতে আধুনিকতার ছোঁয়া। ৬০ জনের বসার ব্যবস্থা রয়েছে। প্রতিটি উন্নতমানের সোফা। পরিবেশ বান্ধব জৈব শৌচাগার। রান্নাঘরও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের উপযোগী। ভেজ, ননভেজ উভয় প্রকারের খাবার থাকবে পর্যটকদের জন্য। অলকানন্দার নীচতলাটি পুরো শীতাতপনিয়ন্ত্রিত। রয়েছে একটা ছোটখাটো মঞ্চও। উপরতলাটি রেস্টুরেন্ট। খাওয়ার ডিশ নিয়ে প্রতিটি মুহূর্তকে উপভোগ করা যায়, এরই ব্যবস্থা করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, গঙ্গার বুকে ভেসে চললেও সারা পথে ওয়াইফাই কাজ করবে।

 

প্রাথমিক পর্যায়ে অলকানন্দা বারাণসীর আসসিঘাট ও রাজঘাটের মধ্যে চলাচল করবে।  ওই ১২ কিলোমিটার পথেই দেখানো হবে প্রভাতের গঙ্গারতি। নরডিক ক্রুজলাইন জানিয়েছে, যাত্রীপিছু ৭৫০ টাকা ভাড়া ধার্য হয়েছে। কর আলাদা।

 

 

 

This is not Singapore, its not Malaysia, its not Hong Kong….its our VARANASI

Now enjoy Luxury ‘Alaknanda’ Cruise Liner in river Ganga, Varanasi.

Alaknanda is a double-decker cruise ship which will be able to carry more than 100 passengers at any given time. The liner is equipped with 60 luxurious sofas to make your voyage incredibly comfortable and have eco-friendly bio-toilets. It also has an extensively equipped kitchen which will serve both veg and non-veg dishes to please your taste buds.

The lower deck of the cruise is fully airconditioned and has a small stage which boosts all the needed multimedia functionality. To keep you connected to the modern world it also offers free onboard wifi. The upper deck is a restaurant and will let you enjoy the view while hogging on your favourite food!

The cruise is even equipped with numerous safety features and an onboard lifeguard for emergencies.

When Cabinet Minister Mr. Nitin Gadhkari proposed the idea of Motorways, many People mocked him….but look at it….it is indeed happening…..it is the future.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker