NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

ঐতিহাসিক ! বিদ্যুৎচালিত ইঞ্জিনে ট্রেন সরাসরি কামাখ্যা স্টেশনে

ওয়েটুবরাক, ২২ অক্টোবর: পুরো পথ বিদ্যুৎচালিত ইঞ্জিনেই কামাখ্যা স্টেশনে পৌঁছাল  দিল্লি-ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেল৷ এর মধ্য দিয়েই তৈরি হল নতুন ইতিহাস৷ এত দিন পর্যন্ত নিউ কোচবিহার পর্যন্ত বিদ্যুৎচালিত ট্রেন চলত। এর পর ইঞ্জিন বদল করে ডিজেল ইঞ্জিন জুড়ে ট্রেন রওনা হত অসমের উদ্দেশে। এখন থেকে বিদ্যুৎচালিত ট্রেন সরাসরি কামাখ্যা পর্যন্ত আসবে। এ পর্যন্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলের ১৭০১ কিলোমিটার রেলপথের বৈদ্যুতিকরণ হয়েছে।

শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে কামাখ্যা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ব্রহ্মপুত্র মেল। এর পর আসে দ্বিতীয় দূরপাল্লার বিদ্যুৎচালিত ট্রেন নয়াদিল্লি-গুয়াহাটি নর্থ ইস্ট এক্সপ্রেস।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অফিসার গুণিত কৌর জানিয়েছেন, কামাখ্যা থেকেও দিল্লির উদ্দেশে ব্রহ্মপুত্র মেল বিদ্যুৎচালিত ইঞ্জিনেই রওয়ানা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker