Barak UpdatesHappeningsBreaking News
Dr.K.N. Gandhi from Harvard speaks in a workshop of Life Science in Assam Univআসাম বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের বক্তৃতা কর্মশালা
৩ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের উদ্যোগে সোমবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল একদিনের এক বক্তৃতা কর্মশালা। এ দিন সকালে বিভাগীয় কনফারেন্স হলে আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন উপাচার্য অধ্যাপক দিলীপচন্দ্র নাথ। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নমেনক্লেচার রেজিস্ট্রার ড. কাঞ্চি এন গান্ধী, আসাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক অভীক গুপ্ত, স্কুল অব লাইফ সায়েন্সসের ডিন অধ্যাপক সুপ্রিয় চক্রবর্তী, বিভাগীয় প্রধান অধ্যাপক মানবেন্দ্র দত্তচৌধুরী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন আহ্বায়ক ড. দেবজ্যোতি ভট্টাচার্য। প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন অতিথিরা। প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে জৈববৈচিত্র্যে ভরপুর বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের নানা উদ্ভিদের গুণাবলীর কথা উল্লেখ করার পাশাপাশি এদের সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। উপাচার্য অধ্যাপক নাথ এই কর্মশালা আয়োজনের জন্যে সংশ্লিষ্ট বিভাগের প্রশংসা করেন। বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে গবেষক সহ পড়ুয়ারা বিশেষভাবে উপকৃত হবেন। প্রসঙ্গত, এ দিনের এই কর্মশালার বিষয় ছিল, ‘উদ্ভিদ নামকরণ ও শিক্ষার কৌশল (প্ল্যান্ট নমেনক্লেচার অ্যান্ড আর্ট অব লার্নিং’)। এতে বরাক উপত্যকা সহ গুয়াহাটি, মণিপুর, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মোট ৫২ জন প্রশিক্ষার্থী অংশ নেন৷