Barak UpdatesAnalyticsBreaking News
কাল কাছাড়ের ৬টি কেন্দ্রে ভোটার আধার লিঙ্কিং
Linking of Aadhaar & EPIC at 6 centres in Cachar on Wednesday

ওয়ে টু বরাক, ২৫ অক্টোবর : কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল অর্থাৎ বুধবার জেলার ৬টি ভোটকেন্দ্রে ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার কার্ডের লিঙ্কিং বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ অক্টোবর উধারবন্দের ডায়েট, পয়লাপুলের নেহরু হায়ার সেকেন্ডারি স্কুল, লক্ষীপুরের আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল এবং শিলচরের নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুল ও তারাপুরের নিত্যময়ী গার্লস স্কুলে বিনামূল্যে ভোটার ও আধার তালিকার সংযোগ স্থাপন করা হবে। ভোটারদের বিনামূল্যে লিংকিং-এর এই সুবিধা নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।