NE UpdatesBarak UpdatesHappenings
দু’বছর ডিটেনশন ক্যাম্পে কাটিয়ে অবশেষে মুক্তি বৃদ্ধার
৬ জুন : ভারতীয় নাগরিক হয়েও দু’বছর ধরে ডিটেনশন ক্যাম্পে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন শান্তি বাসফর। সব ধরনের নথিপত্র থাকার পরও অবৈধ নাগরিক হয়ে পড়েন ষাটোর্ধ এই মহিলা। ২ বছর ২৯ দিন পর সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস এর সহায়তায় ঘরে ফেরেন তিনি।
ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় থাকা ধুবড়ির আগমনী থানার অন্তর্গত রামরায়কুটি দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা শান্তি। আসামেই তাঁর জন্ম, বিয়েও হয়েছে এ রাজ্যেই। স্বামীকে হারানোর পর মেয়ের সঙ্গেই ছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালের ৫ মে হঠাত করেই তাঁর জীবনে নেমে আসে অন্ধকার। সব নথি থাকার পরও তাঁকে নিয়ে যাওয়া হয় কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে। তখন থেকেই শুরু হয় আইনি লড়াই। ওই সময়ই তিনি মানসিকভাবে অসুস্থ ছেলের নিখোঁজ হওয়ার খবর পান। তখন ডিটেনশন ক্যাম্পে থেকে তিনি আরও অসহায় হয়ে পড়েন। সে সময় সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস সংস্থাটি তাঁর জীবনে আশার বার্তা নিয়ে আসে। বহু বছর ধরে নাগরিকত্ব সমস্যা সমাধানের জন্য এই মানবাধিকার সংস্থাটি কাজ করে আসছে। এদের সহায়তায়ই শেষমেশ ৪ জুন মুক্তি পেলেন বাসফর।