Barak UpdatesHappeningsBreaking News
পিএইচই-র রিজার্ভার পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু3 labourers die due to suffocation while cleaning a PHE reservoir in Silchar
ওয়েটুবরাক, ১০ সেপ্টেম্বর : জনস্বাস্থ্য কারিগরি দফতরের একটি রিজার্ভার তৈরি হচ্ছে তোপখানা এলাকায়৷ সেটি পরিষ্কার করতে নীচে নেমেছিলেন তিন শ্রমিক। দমবন্ধ হয়ে তিনজনই প্রাণ হারান। মৃতরা হলেন সেলিমউদ্দিন লস্কর, নাজিমুদ্দিন মজুমদার ও সামসুল আলম মজুমদার।
ঘটনা শুক্রবার দুপুরের । ১২ ফুট গভীর রিজার্ভারের কাজ শেষ হওয়ার আগেই অর্ধেকটা নোংরা জলে ভরে যায়। ওই জল বের করতেই ঠিকাদারের তত্ত্বাবধানে কাজে লেগেছিলেন ওই তিন শ্রমিক। প্রথমে মোটরপাম্প নিয়ে নীচে নামেন সেলিমুদ্দিন লস্কর। অনেকক্ষণ ধরে সাড়াশব্দ না পেয়ে একে একে ভেতরে যান নাজিমুদ্দিন মজুমদার ও সামসুল আলম মজুমদার। এলাকাবাসীর সন্দেহ হয়। তারাই পরে তিনজনকে উপরে তুলে আনেন। ততক্ষণে সেলিমুদ্দিন প্রাণ হারান। নাজিমুদ্দিন ও সামসুলকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। এলাকাবাসীর বক্তব্য, ডিজেল জেনারেটরের সাহায্যে মোটরপাম্পটি চালানোর ব্যবস্থা করা হয়েছিল। জেনারেটরের ধোঁয়াতেই তাঁরা দমবন্ধ হয়ে মারা যান। এ জন্য ঠিকাদার ও বিভাগীয় কর্তাদের দোষারোপ করা হচ্ছে।