Barak UpdatesIndia & World UpdatesHappenings
করিমগঞ্জে ৭০ প্রতিমা নিরঞ্জন, মিস্টি যায়নি বাংলাদেশে
২৬ অক্টোবরঃ নিলামবাজারের একটি ঘটনা বাদ দিলে করিমগঞ্জ জেলায় দুর্গাপূজা শান্তিতে সম্পন্ন হয়েছে। সোমবার দশমী উপলক্ষে শহরে বেশ দর্শনার্থীই জড়ো হয়েছিলেন। রাতে পরে জনসংযোগের মাধ্যমে জেলা প্রশাসন সবাইকে ঘোরাফেরা না করে বাড়ি চলে যেতে অনুরোধ করে। কোভিডের আশঙ্কার কথা তাঁদের স্মরণ করিয়ে দেওয়া হয়।
জেলা জনসংযোগ সূত্রে জানা গিয়েছে, করিমগঞ্জ পুর এলাকায় মোট ৯৩টি পূজা হয় এ বার। এর মধ্যে ৭০টি প্রতিমার নিরঞ্জন এ দিন হয়। বাকিগুলি মঙ্গলবার হবে।
করোনার দাপটে এ বার আর বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডকে মিষ্টি পাঠানো হয়নি। জনসংযোগ সূত্র জানিয়েছেন, প্রতি বছর দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে দশমীর দিনে শুভেচ্ছা বিনিময় হয়। বিএসএফের পক্ষ থেকে মিস্টির প্যাকেট তুলে দেওয়া হয় সে দেশের সীমান্ত রক্ষীদের জন্য। করোনা সংক্রমণের আশঙ্কায় এই বছর তা হয়ে ওঠেনি। একইভাবে দুইদেশের প্রতিমা নিয়ে মাঝনদীতে যে আনন্দোৎসব হয়, এ বার তাও সেইভাবে নজরে পড়েনি।