India & World UpdatesBreaking News

নতুন ভোটার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে
West Bengal records maximum number of 1st time voters

১২ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনে এ বার সবচেয়ে বেশি নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এই রাজ্য থেকে এই নির্বাচনে প্রথমবার ভোট দিচ্ছেন ২০ লক্ষ ৬৭ হাজার ৩০৩ জন। এদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান, এ রাজ্য থেকে প্রথমবার ভোট দিচ্ছেন ২০ লক্ষ ৩০ হাজার। তৃতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশ, এ রাজ্যের এই নির্বাচনে প্রথম ভোটার ১৬ লক্ষ ৬৭ হাজার।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। এই দুই রাজ্যে নতুন ভোটারের সংখ্যা যথাক্রমে ১৩ লক্ষ ৬০ হাজার ও ১১ লক্ষ ৯৯ হাজার। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে মুর্শিদাবাদে। এই সংখ্যা প্রায় ২ লক্ষ। রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে ২৪ পরগণা, নদিয়া ও হুগলি। তবে তুলনামূলক অনেকটা পিছিয়ে কলকাতা। এখান থেকে ৪০ হাজার ৬৬৮ ভোটারের নাম তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker