Barak UpdatesBreaking News

কার্ড ছোয়ালেই এটিএম থেকে জল
‘Water ATM’ installed at Katigorah, swipe or insert Re.1 for a litre of water

১০ ফেব্রুয়ারি : এটিএম ওয়াটার মেশিন। নামটাই নতুনত্ব নিয়ে এল এই বরাক উপত্যকায়। একসময় মেশিনে এক টাকার কয়েন ঢুকিয়ে পাবলিক বুথ থেকে টেলিফোন করার রেওয়াজ ছিল। ঠিক সেভাবেই এক টাকার কয়েন দিয়ে এখন পাওয়া যাবে বিশুদ্ধ পানীয়জল। আবার কারও কাছে কার্ড থাকলে টাকা তোলার মতো সেই কার্ডটি ব্যবহার করেও কেউ অনায়াসে পানীয়জল পেতে পারেন। কাছাড়ে প্রথম এই অত্যাধুনিক পানীয়জলের সুবিধা চালু হয়েছে কাটিগড়ায়।

রবিবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অধীন কালাইন এফআরইউ হাসপাতালে প্রথমে এই পানীয়জল ব্যবস্থার উদ্বোধন করেন বিধায়ক অমরচান্দ জৈন। এরপর তিনি কাটিগড়া মডেল হাসপাতালেও অনুরূপ একটি ওয়াটার এটিএম-এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাছাড়ের জেলাশাসক লয়া মাদ্দুরীও উপস্থিত ছিলেন।

প্রতিটি ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই এটিএম থেকে ১ টাকায় ১ লিটার পানীয়জল পাওয়া যাবে। আর যারা ২০০ টাকা দিয়ে সোল ওয়াটার কার্ড নেবেন, তাঁরা মাসে ৩০০ লিটার জল পাবেন। কার্ডের মেয়াদ ফুরিয়ে গেলে আবার ১৫০ টাকা দিয়ে রিচার্জ করানো যাবে। কার্ড পেতে গেলে অবশ্য সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোটার পরিচয়পত্র জমা দিতে হবে। একবার টাকা জমা দিলে পরবর্তী ৬ মাস এর কার্যকারিতা থাকবে।

আনটাইড ফান্ডের আওতায় পানীয়জলের এই এটিএম দুটি নির্মিত হয়েছে। এ দিন কাটিগড়া মডেল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে জেলাশাসক হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ৮টি কার্ড তুলে দিয়েছেন।

এই কার্ডগুলো হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা ব্যবহার করবেন বলে জানিয়েছেন জেলাশাসক। এ দিন আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে কালাইন ও কাটিগড়া বিজেপির পদাধিকারীরাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker