NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
US tourist who tested positive for coronavirus was in Assam recentlyকরোনা আক্রান্ত মার্কিন নাগরিক অসম ঘুরে গিয়েছেন!
৭ মার্চ: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৭৬ বছর বয়সী মার্কিন নাগরিক অসম ঘুরে গিয়েছেন৷ এমনই এক তথ্য জেনে রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। গত ২ মার্চ তিনি এক সঙ্গীকে গুয়াহাটি থেকে ড্রুক এয়ারের বিমানে ভুটানের পারো গিয়েছিলেন। এর আগে কয়েকদিন কাটিয়ে গিয়েছেন রিভার ক্রুজে।
গত বৃহস্পতিবার ওই মার্কিন বৃদ্ধের নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ থাকার প্রমাণ মিলেছে। ভুটান সরকার জানায়, বিমানে বাকি ৮ যাত্রী ভারতীয় ছিলেন। সম্ভাবনা তাঁরাও অসমের লোক বা অসমে সময় কাটিয়ে ভুটানে গিয়েছেন। থিম্ফু থেকে প্রধানমন্ত্রীর দফতর দিল্লিকে জানিয়েছে, ভুটানে যাওয়ার আগে করোনা আক্রান্ত ওই ব্যক্তি ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ভারতে ঘোরেন।
১৮ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসি থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি। ২ মার্চ পারো বিমানবন্দরের পরীক্ষায় তাঁর শরীরে ফ্লুয়ের কোনও চিহ্ন ছিল না। কিন্তু তিনি নিজেই পরে পেট ব্যথা ও বমি ভাব নিয়ে জিগমে দোরজি ওয়াংচুক হাসপাতালে যান। তখনও করোনার লক্ষণ চোখে পড়েনি। ৩ মার্চ তিনি ফের হাসপাতালে যান। এরপর পুনাখা ঘুরে গত বৃহস্পতিবার পেটের গণ্ডগোল নিয়ে হাসপাতালে ভর্তি হন। তখন তাঁর জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট ছিল। বিকেলে তাঁর রক্তে কোভিড-১৯ থাকার প্রমাণ মেলে।
ভুটানের তরফে বিশেষ করে অসম সরকারকে সতর্ক করে বলা হয়েছে, ওই ব্যক্তি ও তাঁর সঙ্গী সাত দিন ধরে এমভি মহাবাহুতে রিভার ক্রুজ করেন। কাজিরাঙায় রিসর্টে কাটান। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, ওই ব্যক্তি ও তাঁর সঙ্গী কোথায় কোথায় গিয়েছেন ও তাঁদের সংস্পর্শে অসমের কোন কোন ব্যক্তি এসেছেন, সকলের তালিকা তৈরি করা হচ্ছে।
সকলকে নিয়মমাফিক নজরে রাখা হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ড্রুক এয়ারের ওই বিমানে কারা ভুটান গিয়েছিলেন সেই যাত্রীদের সন্ধান করা হচ্ছে। গুয়াহাটি বিমানবন্দরেও সব যাত্রী, বিশেষ করে, বিদেশিদের পরীক্ষা হচ্ছে। কিন্তু পারোর মতোই গুয়াহাটি বিমানবন্দরেও ওই ব্যক্তির শরীরে কোনও চিহ্ন ধরা পড়েনি।