Barak UpdatesAnalyticsBreaking News
উনিশ স্মরণে ১৫ মে শিলচরে পদযাত্রা ও সমাবেশ
ওয়ে টু বরাক, ৫ মে : উনিশে মে স্মরণে শিলচরে এক পদযাত্রা ও মহা সমাবেশের আয়োজন করল পড়ুয়া তথা বিভিন্ন পেশার মানুষ। আগামী ১৫ মে বিকেলে শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে এই পদযাত্রা শুরু হবে। বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল গিয়ে শেষ হবে ডিএসএ প্রাঙ্গণে।
এ দিকে এই কর্মসূচিকে বাস্তব রূপ দিতে রবিবার বরাক উপত্যকার ছাত্র সমাজের উদ্যোগে বিকেল সাড়ে তিনটায় গুরুচরণ কলেজে এক সভার আয়োজন করা হয়। এই সভার উদ্দেশ্য ছিল, ১৯শে মে শহীদ স্মরণ এবং সকল ভাষাভাষীর মানুষকে নিয়ে ১৫ মে বিশাল সমাবেশ ও পদযাত্রায় শামিল হওয়া। বরাক উপত্যকায় এধরনের উদ্যোগ গ্ৰহণ করে ছাত্রসমাজের প্রতিনিধিরা প্রত্যেক ভাষাভাষী মানুষের জন্য মাতৃভাষার সুরক্ষার আবেদন রাখেন।
উল্লেখ্য জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী ভারত সরকার প্রত্যেক ভাষাভাষী মানুষের মাতৃভাষার সুরক্ষার জন্য প্রাথমিক স্তরে শিক্ষা বাধ্যতামূলক করেছে। সেই নীতি অনুযায়ী সকল ছাত্রছাত্রীর মাতৃভাষার অধিকার যাতে সুরক্ষিত থাকে এবং সেই দিক নির্দেশনা সঠিকভাবে পালিত হতে পারে, এই বিষয়টি নিয়ে সভায় বক্তব্য রাখেন আয়োজকরা।
এদিনের সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।সভায় বক্তব্য রাখেন বিমলেন্দু রায়, ঝলক চক্রবর্তী, অমিতেষ চক্রবর্তী, মৃদুল মজুমদার, সুমনা দাস, দেবাশিস সোম, শতদল ভট্টাচার্য, বাসুদেব শর্মা, রাজীব নাথ, সংহিতা দত্ত চৌধুরী, অজয় চক্রবর্তী, দিলীপ সিনহা, ভাস্কর দাস, সুবীর ভট্টাচার্য প্রমুখ।
এই সভা পরিচালনা করেন গুরুচরণ কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি রোহিত চন্দ, রাধামাধব কলেজ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি হিরন্ময় মজুমদার, গুরুচরণ কলেজ ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক তুষার ঘোষ, স্নেহাংশু শেখর ভট্টাচার্য প্রাক্তন সহ সভাপতি গুরুচরণ কলেজ ছাত্র সংসদ ও সুভাষ চৌধুরী।