NE UpdatesHappeningsBreaking News
State Police Chief appeals to militant organisations to come to mainstreamজঙ্গি সংগঠনের অন্যদের মূলস্রোতে ফিরে আসার আহ্বান পুলিশ প্রধানের
১৮ জানুয়ারি : গত ১৬ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে রাজ্যের অন্যতম বড় বিদ্রোহী সংগঠন এনডিএফবি সাওরাইগ্রা গোষ্ঠী। উগ্রপন্থী সংগঠন সাওরাইগ্রা গোষ্ঠীর সংঘর্ষ বিরতি চুক্তিতে স্বাক্ষর করার প্রসঙ্গে রাজ্যের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত বলেছেন, উগ্রপন্থী সংগঠনের সভাপতি অমর বসুমাতরি ও তার সঙ্গে ২৭ জন সদস্য জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। তিনি বলেন, ‘আমি তাদের স্বাগত জানাচ্ছি। খুব শীঘ্রই একটি চুক্তি স্বাক্ষর হবে। সাধারণ সম্পাদক রঞ্জিত বসুমাতারি ওরফে বি ফেরেঙ্গা, সংগঠনের অর্থসচিব বি দৈমালো মূলস্রোতে ফিরে এসেছে।
ডিজিপি মহন্ত আরও বলেছেন, সবার সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি এনডিএফবি সংবিজিত গোষ্ঠীকেও মূল স্রোতে ফিরে আসার আবেদন জানিয়েছেন। তিনি আরও বলেছেন, সাওরাইগ্রা গোষ্ঠীর ২ সদস্যের চুক্তি স্বাক্ষর এখনও বাকি রয়েছে। তবে এই দুজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এখনও জীবনের মূলস্রোতে ফিরে না আসা এনডিএফবি ২ ক্যাডার হলেন কে বাথা ও জি বিদায়।