Barak UpdatesAnalyticsBreaking News
একদিন পিছিয়ে মঙ্গলবার হাইলাকান্দিতে স্কুটি বিতরণ, পাচ্ছে ৪০২ পড়ুয়া
ওয়ে টু বরাক, ১১ ডিসেম্বর : রাজ্য সরকারের প্রজ্ঞান ভারতী প্রকল্পের আওতায় মেধাবী ছাত্রছাত্রীদের স্কুটি বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার হাইলাকান্দিতে মেধাবী পড়ুয়াদের এই স্কুটি বিতরণ করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের স্কুটি তুলে দেবেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তবে হাইলাকান্দির এই কর্মসূচি ১২ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন মন্ত্রীর হোজাইয়ে অনুষ্ঠান থাকায় এই আয়োজন একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হাইলাকান্দি এস এস কলেজে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করার জন্য জেলার ৪০২ জন পড়ুয়াকে লাল ও নীল রঙের স্কুটি বিতরণ করা হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রদের নীল রঙের স্কুটি ও ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রীদের লাল রঙের স্কুটি প্রদান করা হবে।