India & World UpdatesHappeningsBreaking News

এ বার স্টেশনের কাউন্টারেই টিকিট বুকিংয়ের অনুমতি রেলের
Railway permits to open ticket booking counters

২২ মে : দেশের রেল স্টেশনের রিজার্ভেশন কাউন্টারগুলোতে বিভিন্ন পর্যায়ে সংরক্ষিত টিকিট বুকিং সিস্টেম চালু করছে রেল বিভাগ। স্থানীয় পরিস্থিতি ও প্রুয়োজনের ভিত্তিতে জোনাল রেলওয়েগুলোকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছে দফতর। এই রিজার্ভেশন কাউন্টারগুলো শুক্রবার থেকেই কয়েকটি পর্যায়ে চালু হতে যাচ্ছে। রেলমন্ত্রী পীযুষ গোয়েল এ খবর জানিয়ে বলেছেন, কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিসিএস ও এজেন্টদের মাধ্যমেও টিকিট বুকিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।

Rananuj

রেলমন্ত্রক জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক করার দিকে এ এক বড় পদক্ষেপ। এর ফলে যারা রেলে যাত্রা করতে ইচ্ছুক তাদের সুবিধা হবে। তবে রেলওয়ের সমস্ত জোনকে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছে দফতর। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী কোথায় কোথায় ও কখন কাউন্টার খোলা হবে, সেটি জোনগুলি ঠিক করবে। একইসঙ্গে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে রেলের টিকিট বুক করা যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ। যারা এজেন্ট আছেন রেলের, তাদের মাধ্যমেও টিকিট বুক করা যাবে বলে জানা যাচ্ছে।

ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেশকে লকডাউন থেকে স্বাভাবিকের পথে নিয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য বলে জানান তিনি। প্রসঙ্গত, ১ মে থেকে লকডাউনের মধ্যে ট্রেন চালু করে রেল। প্রথমে শ্রমিক ট্রেন, তারপর এসি বিশেষ ট্রেন ও ১ জুন থেকে দুশোটি বিশেষ ট্রেন চালু করবে বলে জানানো হয়েছে। অনেক ছোটো শহরেও ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে। তাদের জন্য কাউন্টারে টিকিট বিক্রি নিশ্চিতভাবেই সুবিধাজনক হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker