Barak UpdatesHappeningsBreaking News
মঙ্গলবার থেকে ফের খুলবে ফার্মাসি, কর্মীদের পাস দেবেন ডিসি-ইPharmacies to reopen from Tuesday, DC to allot lockdown pass
২০ এপ্রিল : একদিন বন্ধ থাকার পর জেলাশাসকের আশ্বাস পেয়ে মঙ্গলবার থেকে খুলছে ওষুধের দোকান। ফলে লকডাউনের মধ্যে ওষুধ না পাওয়ায় শিলচর শহর জুড়ে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা আপাতত কাটছে। সোমবার বিকেলে কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করার পর মেডিসিন ডিস্ট্রিবিউটর ও ফার্মাসি মালিকরা তাঁদের সিদ্ধান্তের কথা জানান। প্রসঙ্গত, রবিবার ফার্মাসিতে আসার সময় এক কর্মীকে পুলিশ নিগ্রহ করে বলে অভিযোগ। এমনকি ওই ফার্মাসি কর্মীর পাস পর্যন্ত ছিড়ে ফেলা হয়।
এদিকে, ফার্মাসি কর্মীদের পুলিশি নিগ্রহের কথা ফার্মাসি মালিকরা জেলাশাসককে জানালে তিনি এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন। জেলাশাসক বলেন, মন্ত্রীর নির্দেশে সব ধরনের পাস বাতিল করে দেওয়া হয়েছে। এজন্য ফার্মাসি কর্মীদের পাসও একইসঙ্গে বাতিল হয়েছে। তিনি বলেন, জরুরি সেবার এই কর্মীরা যাতে রাস্তায় বেরিয়ে সমস্যায় না পড়েন, সেজন্য তিনি পদক্ষেপ নিচ্ছেন। জেলাশাসক এ দিন ফার্মাসি মালিক ও কর্মীদের নামের তালিকা তাঁর কার্যালয়ে দিয়ে যেতে অনুরোধ করেছেন। যাতে নতুন করে তাদের জন্য পাস ইস্যু করা যায়।
প্রসঙ্গত, রবিবার এ ঘটনার পর সোমবার থেকে ফার্মাসি মালিকরা তাদের স্টোর বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তাঁরা জানিয়ে দেন, লকডাউনের মধ্যে প্রচণ্ড অসুবিধা সত্ত্বেও তাঁরা ওষুধের দোকান খোলা রেখেছিলেন। কিন্তু এ বার ফার্মাসির কর্মী নিগ্রহ হলে তাদের পক্ষে লকডাউনের মধ্যে পরিষেবা চালিয়ে যাওয়া মুশকিল।
এ দিন স্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্রও জেলাশাসকের হাতে তুলে দিয়েছেন ফার্মাসি মালিকরা। এতে তাঁরা উল্লেখ করেছেন, জেলাপ্রশাসনের পরামর্ষ মতোই ফার্মাসি কর্মীদের পরিচয়পত্র দেওয়া হয়েছিল। তাছাড়া এই লকডাউনের সময় ওষুধপত্র ঠিকভাবে সরবরাহ করার জন্য ও সাধারণ মানুষের স্বার্থে ফার্মাসি খোলা রাখার জন্য এই কর্মীদের সঙ্গে উপযুক্ত ব্যবহার করার দাবি জানান তাঁরা।