Barak UpdatesHappeningsBreaking News

রাজদীপ রায়ের লিগ্যাসিকে এগিয়ে নিয়ে যাবেন পরিমল শুক্লবৈদ্য, হিমন্ত উবাচ

ওয়েটুবরাক, ১৯ মার্চ : একদিকে ডিলিমিটেশনে নিজের কৃতিত্ব ঘোষণা করলেন, অন্যদিকে  ডা. রাজদীপ রায়কে সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ সোমবার শিলচরে এসে কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ডিলিমিটেশনের পর শিলচরের যে চেহারা দাঁড়িয়েছে, তাতে বিজেপির ফল ভালোই হবে৷ প্রার্থীও ভালো হয়েছে৷ পরিমল শুক্লবৈদ্যের দীর্ঘ রাজনৈতিক জীবনের উল্লেখ করে বলেন, দীর্ঘ কিন্তু দাগহীন অর্থাৎ কলঙ্কমুক্ত৷

পাশাপাশি বিদায়ী সাংসদকে সার্টিফিকেট দিয়ে বলেন, রাজদীপ রায়ও ভালো ছিলেন, ভালো কাজ করেছেন৷ পরিমল শুক্লবৈদ্য রাজদীপের লিগ্যাসিকে এগিয়ে নিয়ে যাবেন৷ তাঁর অনুমান, শিলচরে শুক্লবৈদ্য আড়াই লক্ষ ভোটে বিজয়ী হবেন৷ করিমগঞ্জ আসনে কৃপানাথ মালা এক-দেড় লক্ষ ভোটে জয়ী হবেন বলে দাবি করেন তিনি৷ সোমবার করিমগঞ্জেও তিনি কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন৷

হিমন্ত জানান, শিলচর-করিমগঞ্জ দুই সভাতেই মূলত নির্বাচনী কৌশল নিয়ে কথা হয়েছে৷ তবে এই সময়ে তিনি বিরোধীদের কোনও ব্যাপারে মোটেও আগ্রহী নন৷ বলেন, কারা দাঁড়াচ্ছেন, কারা বসবেন, সেগুলি এখনই পরিষ্কার নয়৷ তাই তাঁদের নিয়ে কথা বলার সময় আসেনি৷

শিলচর আসনে মনোনয়ন পত্র পেশের দিনে ফের আসবেন তিনি৷ বলেন, “মনোনয়ন পত্র পেশের সময় পরিমলদার পাশে থাকব৷ পরেও দুই-তিনদিন আসব৷” বরাক উপত্যকাকে তাঁর দ্বিতীয় ঘর বলেই উল্লেখ করেন হিমন্ত৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker