Barak UpdatesBreaking News

শিলচরে কাটিয়ে হিমন্ত-সুস্মিতাকে বিঁধলেন প্রাক্তন আলফা নেতা
Former ULFA leader stays overnight at Silchar, criticises Sushmita-Himanta

২৯ জানুয়ারি : রাজ্যের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে সাম্প্রদায়িক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানালেন প্রাক্তন আলফা নেতা অনুপ চেতিয়া। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন জাতি গোষ্ঠীর মিলনভূমি আসামকে ধর্মের নামে বিভাজিত করার রাজনীতি শুরু করেছে বিজেপি। পাশাপাশি তিনি সাংসদ সুস্মিতা দেবের ভূমিকারও সমালোচনা করেন। মঙ্গলবার তিনি শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক মানসিকতা বর্জন না করলে মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নিজের লাগানো আগুনে নিজে পুড়ে খাক হয়ে যাবেন। দলের স্বার্থে জাতিকে ধ্বংস না করার জন্য তিনি বিজেপি নেতাদের প্রতি আহ্বান জানান। আসু কর্মীদের উপর বিজেপি কর্মীদের আক্রমণের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, শাসক দলকে আরও নম্র এবং সংযত হতে হবে। তা না হলে আখেরে ক্ষতি হবে বিজেপিরই।

ত্রিপুরায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে সোমবার শিলচরে আসেন প্রাক্তন আলফা নেতা। শহরে রাত কাটানোর পর তিনি মঙ্গলবার কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেন। পরে তিনি শিলচর থেকে লেবুরবন্দে প্রাক্তন আলফা ঐক্যমঞ্চের অসুস্থ এক নেতাকে দেখতে যান বলেও জানা গেছে।

সুস্মিতা দেব সম্পর্কে প্রাক্তন আলফা নেতা বলেছেন, তিনি প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধাচারণ করছেন। দল যেখানে বিলের বিরুদ্ধে রয়েছে, সেখানে তিনি কীভাবে বিলের পক্ষে রয়েছেন? তাঁর এই আচরণ মেনে নেওয়া যায় না। তিনি এও বলেন, সরকারের সঙ্গে আলোচনায় থাকার জন্য প্রাক্তন আলফারা প্রকাশ্যে বিলের বিরুদ্ধে নামেননি। তবে ঐক্যমঞ্চের সভায় সিদ্ধান্ত গ্রহণের পরই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে অন্যান্য সংগঠনের সঙ্গে প্রাক্তন আলফারাও রাজপথে আন্দোলনে নামবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker