Barak UpdatesBreaking News

অধ্যক্ষের মত বিনিময় সভায় বিধায়কের নেতৃত্বে যোগ দিলেন লক্ষীপুরের প্রতিনিধি দল
Delegates from Lakhipur took part in ‘exchange of views’ programme at Dispur under initiative of MLA Goala

২৩ ফেব্রুয়ারি : আসাম বিধানসভার অধ্যক্ষের আহ্বানে এক মত বিনিময় সভায় অংশ নিলেন লক্ষীপুরের এক প্রতিনিধি দল। বিধায়ক রাজদীপ গোয়ালার নেতৃত্বে এই দলটি শনিবার বিধানসভার সচিবালয়ের সেন্ট্রাল হলে আয়োজিত সভায় উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ উত্থাপন করে।

এই মত বিনিময় সভায় আসামের কলাকৃষ্টির সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

প্রসঙ্গত, আসাম বিধানসভার দৈনন্দিন কর্মসূচিতে রাজ্যের গুরুত্বপূর্ণ আর্থ সামাজিক সমস্যাগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করার সুযোগ কম থাকায় অধ্যক্ষ বিধানসভায় আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিধানসভার কর্মসূচিতে ‘অধ্যক্ষের উদ্যোগ, শিরোনামে একটি আলোচনার ক্ষেত্র প্রস্তুত করেন।বিধানসভার চলতি বাজেট অধিবেশনের মধ্যেই আগামী ২৬ ফেব্রুয়ারি এই আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনার বিষয় রাখা হয়েছে, আসামের কলা সংস্কৃতি, সংরক্ষণ ও বিকাশ।

তাছাড়া গুরুত্বপূর্ণ এই বিষয়টির সঙ্গে জড়িত মূল সমস্যাগুলোর ওপর তথ্যগতভাবে সমৃদ্ধ হয়ে তা বলিষ্ঠভাবে উত্থাপন করে সমস্যা নিরাময়ের জন্য সব পদক্ষেপ গ্রহণ করতে কিছু সংস্থা, ও ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। সে অনুযায়ী শনিবার এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কিন্তু এই সভাতে সময় কম থাকায় লক্ষীপুর থেকে পিনাক দে তার পরামর্শগুলো স্থানীয় বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে পেশ করেন। এই উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি বিধায়ককে ধন্যবাদ জানান। তিনি আশাপ্রকাশ করেন, এই বিষয়গুলো বিধানসভার আলোচনায় উঠে আসবে।

February 23: At the invitation of the Speaker of Assam Legislative Assembly, a delegation from Lakhipur participated in an ‘exchange of views programme.” The topic of the sharing of views programme was “Assam’s Art-Culture, Preservation and Development.” Being his own constituency, Rajdeep Goala tk the initiative so that proper representation of the cultural traits of Lakhipur could be made. The programme took place on Wednesday in the Central hall of Assam Assembly.

In this unique endeavour, invitation was given to various eminent personalities and organisations associated with the art and culture of the state.

It needs mention here that during the day-to-day functioning of the Legislative assembly, many important socio-economic aspects of the state cannot be discussed in details because of other important engagements. As such, the Speaker took an initiative so that a particular slot during the ongoing budget session can be devoted for such discussion. This special slot has been allotted on 26 February. The subject of the discussion will be ” “Assam’s Art-Culture, Preservation and Development.”

In order to get a detailed picture of the topis, some eminent personalities and associations who are devoted in this field were invited by the Speaker. On Saturday, the Speaker met with them and took stock of their views. MLA Rajdeep Goala was also present during this important discussion. He said, “The opinions expressed by the experts in the cultural arena has enriched our understanding of this topic and it will now be easy to deliberate upon them on 26 February in the Assembly.”


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker