NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

CM Sonowal invites ULFA(I) Chief Paresh Baruah for talks
পরেশ বরুয়াকে আলোচনায় বসতে আহ্বান মুখ্যমন্ত্রীর

২৯ জানুয়ারি: আলফা স্বাধীনের প্রধান পরেশ বরুয়াকে শান্তি আলোচনার আহ্বান জানালেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ বুধবার শিলচরে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি বলেন, ‘সমস্ত বড়ো জঙ্গি সংগঠনগুলি দুদিন আগে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছে৷ পরেশ বরুয়াকেও আহ্বান জানাই, জাতীয় জীবনের মূলস্রোতে ফিরে আসুন৷ আলোচনায় বসুন৷’

অসমের সার্বভৌমত্বের দাবির সঙ্গে আপস করবে না আলফা স্বাধীন, আলোচনার প্রস্তাব পেয়েই জানিয়ে দিয়েছেন পরেশ বরুয়া৷ এর পরও মুখ্যমন্ত্রী সোনোয়াল শিলচরে এসে বলেন, ‘সবাই এখন অসমে স্থায়ী শান্তি চাইছেন৷ সে জন্য মূলস্রোতে ফিরতে হবে৷ পরেশ বরুয়াকেও একই আহ্বান জানাই৷’ কিন্তু আলফা নেতা যে অসমের সার্বভৌমত্বের দাবি ছেড়ে কথা বলতে নারাজ! মুখ্যমন্ত্রীর মন্তব্য, আগে হিংসা ছেড়ে আসুন৷ বৈঠক শুরু হলে সব প্রসঙ্গেই কথা হতে পারে৷

দুদিন আগে স্বাক্ষরিত বড়ো চুক্তিই আলফার সঙ্গে আলোচনার আবহ তৈরি করে দিয়েছে৷ সব জঙ্গিগোষ্ঠী এক চুক্তিতে সই করায় কেন্দ্র পরেশ বরুয়ার দিকেও হাত বাড়িয়ে দেয়৷ সমর্থন জানায় রাজ্য সরকারও৷ মুখ্যমন্ত্রী সোনোয়ালও এ দিন বলেন, বড়ো জঙ্গিদের সব গোষ্ঠী একবিন্দুতে আসায় সেখানে আর হিংসার আশঙ্কা নেই৷ একইভাবে পরেশ বরুয়া এগিয়ে এলে রাজ্য জুড়ে স্থায়ী শান্তি মিলবে৷

আলফা অবশ্য ২৬ জানুয়ারিও উজান অসমের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে৷ রাজ্য সরকার একে বিশেষ গুরুত্ব দেয়নি৷ প্রজাতন্ত্র দিবসের সকালে মুখ্যমন্ত্রী একে কাপুরুষোচিত বললেও আজ এই প্রসঙ্গ পাশ কাটিয়ে যান৷
অসম গ্রামরক্ষী সংগঠনের রাজ্য অধিবেশন উপলক্ষে মুখ্যমন্ত্রী এ দিন শিলচরে আসেন৷ ১৯৪৯ সালে স্বাধীনতা সংগ্রামী হরি নারায়ণ বড়ুয়া অসমের গ্রামীণ জনতার নিরাপত্তার কথা ভেবে এই সংগঠন তৈরি করেছিলেন৷ এখন রাজ্যে তাদের ২ হাজার ৭০০টি ইউনিট রয়েছে৷ মূলত পুলিশকেই তারা নানাভাবে সাহায্য করে৷

গ্রামরক্ষী সংগঠনের মুখ্য নিয়ন্ত্রক তথা রাজ্য পুলিশের ডিআইজি দিগন্ত বরা জানান, দেশের অন্য কোথাও পুলিশকে সাহায্য করার জন্য রাজ্যব্যাপী সংগঠন গড়ে ওঠেনি৷ এঁরা অসম পুলিশের এক বড় শক্তি৷ মুখ্যমন্ত্রীও বলেন, এটি ভারতের মধ্যে শক্তিশালী সংগঠন৷ তিনি গ্রামের সরকারি প্রকল্পে অর্থব্যয়ের দিকেও নজর রাখতে গ্রামরক্ষীদের আহ্বান জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker