Barak UpdatesCulture
ইউটিউবে ফকিরার গান, প্রফেশনালিজমের দিকে একধাপ, লিখেছেন অরিত্র
২৮ জুন ইউটিউবে প্রকাশিত হল শিলচরের লোকগানের দল ফকিরার গান “মা আমার পাগলিনী বাবা গাঁজাখোর”। মূলতঃ বিশ্ব সঙ্গীত দিবসে নিজেদের ভাবনাকে এক সূক্ষ্ম কাজের মাধ্যমেই প্রকাশ করলেন তারা। ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে প্রাণছোঁয়া পারফরম্যান্স দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়ে নিজেদের যাত্রা শুরু করে গানের দলটি। এ বার দেড় বছরে নতুন মাইলস্টোনে দাঁড়ালেন এরা। প্রথমবারের মত প্রকাশ করলেন তাঁদের ভিডিও গান। মূলত তারকদাস বাউলের সুরে ও কথায় রচিত গানটিরই রিমেক করেছেন ফকিরার শিল্পীরা। ভিডিওতে দেখা গেছে ফকিরার সদস্য দেবরাজ ভট্টাচার্য, প্রীতম দত্ত, সায়ন রায় (কুটন), শুভ্রাংশু পাল, স্বর্ণদ্বীপ দে-র সঙ্গে আগন্তুক শিল্পী অজয় পাল। গানটিতে কণ্ঠ মিলিয়েছেন শিল্পী সায়ন রায় (কুটন), প্রীতম দত্ত এবং দেবরাজ ভট্টাচার্য। গানের অ্যারেঞ্জমেন্টে ছিলেন বরিষ্ঠ শিল্পী কানাইলাল দাস৷ ভিডিওগ্রাফিতে নোবেল বিশ্বাস। ভিডিওটির ভাবনা ও নির্দেশনায় ছিলেন সায়ন রায়। এফেক্টস স্টুডিওতে গানের অডিও রেকর্ড করা হয়েছে এবং ভিডিওটির এডিটিং করেছেন বিভূতি মজুমদার। দারুণ প্রাকৃতিক পরিবেশে একের পর এক শুটিং হয়েছে। ভিডিওটির শুরু থেকে শেষ অবধি দেখলে বোঝা যায়, বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন শ্যুটিংয়ের জন্য। সুন্দর দৃশ্য তুলে আনার চেষ্টা করেছেন। অনেকটা যত্ন সহকারেই রেকর্ডিং করা হয়েছে। তবে কিছু কিছু জায়গায় দৃশ্যের অস্পষ্টতা দেখা গিয়েছে। কয়েকটি ক্ষেত্রে ক্লিপিংসগুলি দীর্ঘ হয়েছে বলেও আমার মনে হয়েছে।
শিল্পী-সংগঠক সায়ন রায়ের কথায়, প্রথমবারের মত একটা ভিডিও করেছেন তাঁরা। ফলে ভুল-ভ্রান্তি থাকতেই পারে। আগামীদিনে তারা সেইসব ত্রুটি শুধরে নেওয়ার আন্তরিক প্রয়াস নেবেন। এ ছাড়া, যেহেতু তারা প্রফেশনাল দল, তাই তাদের ইউটিইউবে-র মাধ্যমে গানের ভিডিও প্রকাশ প্রফেশনালিজমের দিকে একধাপ এগিয়েছে বলেই আমি বিশ্বাস করি।