Barak UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের ঘটনায় শ্রীভূমিতে মশাল মিছিল, কুশপুতুল দাহ
ওয়েটুবরাক, ২৯ নভেম্বরঃ বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার ও হিন্দু নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে শ্রীভূমি জেলা। শুক্রবার জেলার বিভিন্ন স্থানে একাধিক মিছিল বেরোয়। যেমন জেলা সদরে, তেমনি গ্রামাঞ্চলে। এ দিন সন্ধ্যায় শ্রীভূমি শহরে বিশাল মশাল মিছিল বেরোয়। হাজারের বেশি মানুষ সনাতনী হিন্দু ঐক্যমঞ্চ আয়োজিত মিছিলে অংশ নেন। নেতৃত্বে ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
বিধায়ক কমলাক্ষ বলেন, বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে মন্দির ভাঙা চলছে। চলছে হিন্দু নাগরিকদের ওপর নির্যাতন। তিনি এইসবের প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতীয় মুসলমানদের প্রতি আমাদের কোনও বিদ্বেষ নেই। কিন্তু পাকপন্থী মুসলমানদের ধিক্কার জানাই। বাংলাদেশ ইস্যুতে কঠোরতর অবস্থান গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনুরোধ জানান কমলাক্ষ।
ভাঙ্গাবাজারেও এ দিন সনাতনী ঐক্যমঞ্চের আহ্বানে বিশাল মিছিল বেরোয়। চরগোলা, বদরপুর, ভাঙ্গাবাজারের প্রচুর মানুষ তাতে অংশ নেন। বাংলাদেশ সীমান্তে গিয়ে তাঁরা মহম্মদ ইউনুসের কুশপুতুল পোড়ান। চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তি দাবির জানান। হিন্দু নির্যাতন বন্ধের জন্যও আওয়াজ তোলেন। নইলে বাংলাদেশের পণ্য বয়কট করা হবে। আমদানি-রফতানি বাণিজ্যও আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।