India & World UpdatesHappeningsBreaking News
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত সোনিয়া গান্ধী
নতুন দিল্লি, ২০ ফেব্রুয়ারি : সংসদের নিম্নকক্ষে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করার পর এবার উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী। রাজস্থান থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি। ২০২৪ সালের জন্য রাজস্থানে অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের সোনিয়া গান্ধী ছাড়াও বিজেপির মদন রাঠোর ও চুন্নি লাল গারাসিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিনে তাদের মধ্যে কেউই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাদের তিনজনকেই নির্বাচিত বলে ঘোষণা করে কমিশন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর বিজেপি ও কংগ্রেস দুই দলের নেতাদের মধ্যেই মিষ্টি বিতরণ করে একে অন্যকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরই নির্বাচন কমিশন তিনজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে প্রমাণপত্র প্রদান করে। বিজেপি প্রার্থী মদন রাঠোর ও চুন্নি লাল গারাসিয়া প্রমাণপত্র সংগ্রহ করার জন্য কমিশনের কার্যালয়ে আসেন। অন্যদিকে রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাচারা সোনিয়া গান্ধীর হয়ে প্রমাণপত্র গ্রহণ করেন। সোনিয়া গান্ধী গত ১৪ ফেব্রুয়ারি একমাত্র কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে বিজেপির দুই প্রার্থী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন। প্রসঙ্গত যদি চতুর্থ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতেন তাহলে ভোট দান প্রক্রিয়া আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতো।