Barak UpdatesHappeningsBreaking News

পঞ্চভূতে বিলীন বিশিষ্ট সমাজকর্মী অমরনাথ খান্ডেলওয়াল

ওয়ে টু বরাক, ২০ ফেব্রুয়ারি : পঞ্চভূতে বিলীন হলো প্রয়াত অমরনাথ খাণ্ডেলওয়ালের নশ্বর দেহ। মঙ্গলবার সকালে কলকাতা থেকে বিমানে করে তাঁর মরদেহ শিলচর নিয়ে আসা হয়। বিকেল তিনটে নাগাদ মরদেহ নিয়ে তাঁর শিলচর মেহেরপুরের বাড়ি থেকে এক শোক মিছিল বের হয়। প্রথমে মরদেহ নিয়ে যাওয়া হয় প্রয়াত খান্ডেলওয়ালের কর্মস্থল শিলচর প্রেমতলার কার্যালয়ে। সেখান থেকে মরদহ নিয়ে যাওয়া হয় লায়ন্স চক্ষু হাসপাতালে। এই দুটো স্থানেই বহু মানুষ প্রয়াতকে শেষ শ্রদ্ধা জানান। এরপর লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে মরদেহ রওনা হয় শিলচর শ্মশানঘাটের দিকে। সেখানে বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

উল্লেখ্য শিলচর শহরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অমরনাথ খান্ডেলওয়াল সোমবার সকাল ১১টায় তাঁর কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত সপ্তাহে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু ক্রমশ তাঁর সারা দেহে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু বাড়িতে থাকা অবস্থায়ই শেষমেষ তাঁর জীবন যুদ্ধের লড়াই থেমে যায়। এর সঙ্গে ইতি পড়ে এক গৌরবময় অধ্যায়ের।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। রেখে গেছেন তিন পুত্র, পুত্রবধূ নাতি-নাতনি সহ বহু গুণমুগ্ধকে। তার স্ত্রী বিশিষ্ট সমাজকর্মী মঞ্জু খান্ডেলওয়াল গত বছরের মার্চ মাসে প্রয়াত হন। অমরনাথ খান্ডেল ওয়াল ছিলেন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল এর প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি আরো কয়েকজনকে সঙ্গী করে ১৯৭৮ সালে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের সূচনা করেছিলেন। লায়ন্স ক্লাবের কোন বিবাহ কর্মসূচির শুরু থেকেই সঞ্চালক ছিলেন তিনি। লায়ন্স চক্ষু হাসপাতালের জন্মলগ্ন থেকেই তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় কুড়ি বছর তিনি চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। এছাড়াও তিনি শিলচরের বহু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যু বরাক উপত্যকায় এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker