NE UpdatesHappeningsBreaking News
এখন আবার কার পেট ভরানোর জন্য এনআরসি, লিখেছেন অধ্যাপক দিলীপকুমার দে
এন-আর-সি আবার হবে কেন? আগে জনগণের অর্থ ( শত শত কোটি টাকা) ব্যয় হয়েছে। তারপর পঁচিশ লক্ষাধিক মানুষের নাম ছাঁটাই হয়েছে, মানুষকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে অযথা কষ্ট দেওয়া হয়েছে।
ছাত্রদের বঞ্চিত করে ক্লাশ থেকে শিক্ষকদের নিয়ে, অফিস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বের করে এন-আর-সি করা হয়েছে। দুবছরের উপর স্কুল, অফিস প্রায় অকেজো বা বন্ধ ছিল। তারপর আরও দুবছর করোনার জন্য সব স্তব্ধ। এখন কার পেট ভরানোর জন্য এন-আর-সি? আগে তো রিপোর্ট বের হবার পর গুয়াহাটিতে লাড্ডু-মিষ্টি বিতরণ করে সমুজ্জ্বল ভট্টাচার্যরা আনন্দ প্রকাশ করেছিলেন।
এখনও জনগণের টাকায় বিদেশি শনাক্ত আদালত ( এফটি) চলছে। যারা আবার এনআরসি চাইছে তারা আগে হিসাব করে নিজেদের কাছ থেকে টাকা জমা দিক।
শিক্ষায়তন আর বন্ধ করা চলবে না৷ কারণ নতুন প্রজন্মের শিক্ষাদান কার্যক্রম ব্যাহত করার অধিকার কারো নেই।