NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

3 ULFA militants arrested in Namrup
নামরূপে গ্রেফতার ৩ আলফা

২৯ ডিসেম্বর: আলফা (স্বাধীন)-এর ৩ জঙ্গিকে গ্রেফতার করেছেন নিরাপত্তারক্ষীরা৷ তাদের মধ্যে রন্টু সোনোয়াল লিংকম্যান৷ অন্য দুই সদস্য সদ্য জঙ্গিদলে নাম লিখিয়েছে৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ডিব্রগড় জেলার নামরূপে অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী৷ ধরে আনে রন্টু সোনোয়াল, বিদ্যুৎ সারিঙ্গিয়া ও জিশু বরা-কে৷ খোয়াঙ-এর বাসিন্দা রন্টু নামরূপে ঘর ভাড়া নিয়ে আলফা (স্বাধীন)-এর কাজ করছিল৷ তাকে জেরা করেই বিদ্যুৎ সারিঙ্গিয়া ও জিশু বরার খোঁজ মেলে৷ তাদের কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে৷

Rananuj

সেনা সূত্রে জানা গিয়েছে, নামরূপ ও চরাইদেও-র ৫-৬জন যুবক সদ্য জঙ্গিদলে নাম লিখিয়েছে৷ তারা মায়ানমারের উদ্দেশে রওনা হওয়ার অপেক্ষায়৷ এদের জঙ্গি হতে স্বপ্ন দেখায় রন্টুই৷ নিরাপত্তা রক্ষীরা তার মাধ্যমেই এখন বাকিদের গ্রেফতারের চেষ্টা করছে৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker