India & World UpdatesBreaking News
Supreme Court to hear all petitions regarding CAA on 22 Janনাগরিকত্ব আইন সংক্রান্ত সব আবেদনের শুনানি ২২ জানুয়ারি
২১ জানুয়ারি : সুপ্রিম কোর্টে বুধবার নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ সংক্রান্ত ১৩২টি মামলা উঠতে চলেছে। সিএএ-র সাংবিধানিক বৈধতা বিষয়ক আবেদনগুলির শুনানি একদিনেই হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি এস এ বোবদে বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি সঞ্জয় খান্নার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই মামলাগুলির শুনানি হবে।
২২ জানুয়ারি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ও কংগ্রেস নেতা জয়রাম রমেশের দায়ের করা ১৩৩টি আবেদনের মধ্যে ১৩২টি আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে দেশে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এবং পার্সী সম্প্রদায়ের অন্তর্ভূক্ত অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের উদ্দেশ্যে এই সিএএ প্রণয়ন করা হয়। ১০ জানুয়ারি এই ১৩৩টি পিটিশন দাখিল করে পূর্ববর্তী রায়ের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। শীর্ষ আদালত ৯ জানুয়ারি সিএএ-কে সাংবিধানিক ঘোষণা করে।
মুসলিম লিগ তার আবেদনে বলেছে, সিএএ সাম্যের অধিকার, মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং ধর্মের ভিত্তিতে বর্জন করে অবৈধ অভিবাসীদের একটি অংশকে নাগরিকত্ব প্রদান করার ইচ্ছা পোষণ করে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধন বিল ২০১৯-কে মান্যতা দেন এবং এটিকে একটি আইনে রূপান্তর করেছিলেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দায়ের করা আবেদনে বলা হয়েছে, ভারতে নাগরিকত্ব অর্জন বা অস্বীকার করার জন্য ধর্ম কারণ হতে পারে না। এই নাগরিকত্ব আইনটি সর্বাত্মক অসাংবিধানিক।