Barak UpdatesHappeningsBreaking News
রাজ্যের দ্বিতীয় চিড়িয়াখানা হচ্ছে কাছাড়ে2nd zoo of Assam to come up in Cachar
৯ জানুয়ারি: আসামের দ্বিতীয় চিড়িয়াখানা হবে কাছাড় জেলার রজনীখাল এলাকায়৷ জায়গা বাছাই, পরামর্শদাতা নিয়োগ ইত্যাদি এরই মধ্যে সেরে নিয়েছে সরকার৷ পাঁচজনের বিশেষজ্ঞ দল কাছাড় জেলার রজনীখালে প্রস্তাবিত জায়গা ঘুরে গিয়েছেন৷ সেখানে কোন জায়গায় কী ধরনের পরিবেশ, কোথায় কোন জন্তুকে রাখা যেতে পারে, এর পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ অসমের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আশা করছেন, আগামী পনেরো দিনের মধ্যে ডিপিআর পেয়ে যাবেন তিনি৷ সে ক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শিলান্যাস সেরে নিতে চাইছেন|
পরিমলবাবু বলেন, নির্মাণকাজ শেষ হলে খুব বেশি সময় লাগবে না জন্তু-জানোয়ারের জন্য৷ অসমে অতিরিক্ত জন্তু রয়েছে৷ বিশেষ করে প্রচুর হরিণ ঘুরে বেড়ায়, সেগুলিকে এখানে আনা হবে৷ আসবে অন্যান্য জন্তু-জানোয়ারও৷ এ ছাড়া, এখানে একটি প্রাণী পুনর্বাসন কেন্দ্রও থাকবে বলে পরিমলবাবু জানিয়েছেন৷