NE UpdatesHappeningsBreaking News
অসমবাসীর কাঁধে দেড় লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছেন হিমন্ত, উদ্বেগ কংগ্রেসের
ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বরঃ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক ্অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল অসম প্রদেশ কংগ্রেস কমিটি। রবিবার চরাইদেওয়ে অনুষ্ঠিত প্রদেশ কংগ্রেসে বর্ধিত কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। তাতে এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে চর্চা হয়। শেষে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়। অর্থনৈতিক প্রস্তাবে বলা হয়, অসমের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। প্রতি মাসে অভাব-অনটন কাটাতে বিভিন্ন সংস্থার কাছ থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করছে। ২০১৬ সালে যখন বিজেপি সরকারে এসেছিল, তখন কংগ্রেস দশ হাজার কোটি টাকা ঋণ রেখে গিয়েছে বলে হইচই জুড়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এখন দেড় লক্ষ কোটি টাকা ঋণ রাজ্যবাসীর মাথার ওপর চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে প্রদেশ কংগ্রেস। তাঁদের কথায়, কর্মচারীদের বেতন দেওয়ার জন্য প্রতি মাসে দুই-তিন হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। সময়মতো বাঁধ মেরামত না করার দরুন লোকালয়ে নদীর জল ঢুকে পড়ছে। ঠিকাদারদের ২২ হাজার কোটি টাকার বিল বকেয়া পড়ে রয়েছে। এ সবের দরুন রাজ্যে মন্দা বিরাজ করছে, মানুষের ক্রয়ক্ষমতা কমে গিয়েছে বলে প্রদেশ কংগ্রেসের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। তাদের অভিযোগ, শুধু মদ বিক্রির রাজ্য চালাতে চান হিমন্ত বিশ্ব শর্মা।
আইনশৃঙ্খলা সম্পর্কীয় প্রস্তাবে আরও কড়া সুরে রাজ্য সরকারকে সতর্ক করে দেন তাঁরা। রবিবারের সভায় প্রস্তাব গ্রহণ করা হয়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তাঁর সরকার চরম ব্যর্থ। যুক্তি হিসেবে বিধানসভায় দেওয়া রাজ্য সরকারের তথ্যই তুলে ধরেন তাঁরা। ওই তথ্যেই বলা হয়েছে, গত সাত মাসে ৫৩৩টি হত্যাকাণ্ড এবং ৪৬৯২টি চুরির ঘটনা ঘটেছে। অর্থাত প্রতি মাসে ২টি করে হত্যাকাণ্ড এবং ২২টা করে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। বিশেষ করে স্বাধীনতা দিবসে ২৫টি বিভিন্ন জায়গায় বোমা রেখে আলফা স্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। এর পর এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই বলে তাঁরা মন্তব্য করেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি করা হয়েছে।