India & World UpdatesBreaking News

দাবি আদায়ে অভিনব পন্থা! বারাণসীতে মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন ১১১ কৃষক
111 farmers to contest election against PM Modi at Varanasi

</br>২৪ মার্চ : বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তামিলনাড়ুর ১১১ জন কৃষক। দিল্লিতে বিভিন্ন অভিযোগ নিয়ে বিক্ষোভ প্রদর্শনের পর এ বার আন্দোলনে নয়া পন্থা গ্রহণ করেছেন পীড়িত শিক্ষকরা। তামিলনাড়ুর কৃষক নেতা পি আয়াকান্নু জানিয়েছেন, রাজ্যের ১১১ জন কৃষক বারাণসীতে মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন। কৃষকনেতা আরও জানান, ‘যে মুহূর্তে ইস্তাহারে দাবি পূরণের কথা নিশ্চিত করা হবে, তখনই আমরা মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াব।‘ ২০১৭ সালে দিল্লিতে ১০০ দিনের বেশি সময় ধরে আন্দোলন চালানোর সময়েও নেতৃত্ব দিয়েছিলেন আয়াকান্নু। যদি তা না হয়, সেক্ষেত্রে মোদির বিরুদ্ধে লড়াই করবেন বলে জানিয়েছেন কৃষকরা।

আয়াকান্নু বলেছেন, সারা ভারত কৃষক সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি সহ সব জায়গার কৃষকরা এই সিদ্ধান্ত সমর্থন করেছেন। উত্তর প্রদেশ থেকে তাঁদের ভোটে দাঁড়ানোর উদ্দেশ্য, যাতে বিজেপি কৃষি উৎপাদনের লাভজনক দাম সহ কৃষকদের বিভিন্ন দাবি পূরণের কথা তাদের ইস্তাহারে রাখে। তিনি বলেন, “ডিএমকে এবং এএমএমকে-র মত দল ইতিমধ্যেই তাদের ইস্তাহারে কৃষকদের অন্যতম দাবি কৃষিঋণ মকুবের কথা বলেছে।” তিনি বলেন, “আমরা বিজেপি বা আমাদের প্রধানমন্ত্রী মোদীর বিরোধী নই। মোদীজি আমাদের দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমাদের রোজগার দ্বিগুণ হবে বলে জানিয়েছিলেন। আজও তিনি আমাদের প্রধানমন্ত্রী এবং বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে। সে কারণেই আমরা আমাদের দাবি তাদের কাছে জানাচ্ছি।”

কৃষক নেতা এও জানিয়েছেন, ইতিমধ্যেই ৩০০ কৃষকের বারাণসীর ট্রেনের টিকিট কেটে ফেলা হয়েছে। তিরুবান্নামালাই এবং তিরুচিরাপল্লীসহ বিভিন্ন জেলা থেকে কৃষকরা বারাণসী পৌঁছবেন। কেন্দ্রের বিজেপি সরকার এর আগে কৃষিপণ্যের লাভজনক দাম, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের কৃষিঋণ মকুব এবং ৬০ বছরের বেশি বয়সের কৃষকদের জন্য ৫০০০ টাকা পেনশন দেওয়ার দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল বলে জানিয়েছেন আয়াকান্নু।  ২০১৮ সালের নভেম্বর মাসে আয়াকান্নুর নেতৃত্বে কৃষকরা দুটি মড়ার খুলি নিয়ে দিল্লি পৌঁছন। তাঁদের দাবি ছিল, ওই খুলিদুটি তাঁদেরই দুই সহকর্মীর, যাঁরা আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ করেন কৃষকরা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker