Barak UpdatesHappeningsBreaking News
১১১ রোটারি ক্লাবের মধ্যে সেরা ঘোষিত টিম রামানুজ
ওয়েটুবরাক, ১৮ আগস্টঃ উত্তর-পূর্ব ভারতের আট রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাংশকে নিয়ে গঠিত রোটারি ডিস্ট্রিক্ট ৩২৪০-তে রয়েছে মোট ১১১টি ক্লাব। গত বছরের কাজকর্মের নিরিখে তাদের মধ্যে সেরা মনোনীত হয়েছে শিলচর রোটারি ক্লাব। দুর্যোগ মোকাবিলা তথা বন্যার্তদের সেবায় ক্লাব সদস্যদের ভূমিকা ডিস্ট্রিক্ট প্রোগ্রামে উচ্চ প্রশংসিত হয়। এই সব কাজকর্মে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের জন্য রামানুজ গুপ্তকে ১১১ সভাপতির মধ্যে সেরা বলে পুরস্কৃত করা হয়েছে।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই খবর শোনান ক্লাবের সদস্য তথা রোটারি ডিস্ট্রিক্টের দুই প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর তৈমুর রাজা চৌধুরী ও চিরঞ্জিৎ ঘোষ। তাঁরা জানান, সেরা সভাপতি এবং সেরা ক্লাব সহ মোট আটটি পুরস্কার ও শংসাপত্র পেয়েছে শিলচর রোটারি ক্লাব। এর মধ্যে রয়েছে রোটারি ইন্টারন্যাশনালের সভাপতি এবং রোটারি ডিস্ট্রিক্ট গভর্নরের সর্বোচ্চ শংসাপত্র ‘প্ল্যাটিনাম সাইটেশন’। তাঁদের কথায়, দুই শংসাপত্র একসঙ্গে কোনও ক্লাব খুব কমই পায়। এটাও শিলচর ক্লাবের কাজকর্মের এক বড় স্বীকৃতি।
অন্য অ্যাওয়ার্ডগুলি হল ‘অ্যাওয়ার্ড ফর আউটস্টেন্ডিং সার্ভিসেস ফর ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন’, ‘স্পেশাল অ্যাপ্রেসিয়েশন ফর ডিজেস্টার ম্যানেজমেন্ট’, ‘ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড ফর ভোকেশনাল ট্রেনিং’, ‘আউটস্টেন্ডিং সার্ভিস প্রজেক্ট অ্যাওয়ার্ড’।
শিলচর রোটারি ক্লাবের সদ্যপ্রাক্তন সভাপতি রামানুজ গুপ্ত বলেন, গত ১৩ আগস্ট কলকাতায় গঙ্গানদীর ওপর একটি ক্রুজে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। বিভিন্ন ক্লাব থেকে সাত শতাধিক রোটারিয়ান তাতে অংশ নেন৷
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে ক্লাবের নতুন সভাপতি দেবাশিস চক্রবর্তী জানান, সেলাই স্কুল, কম্পিউটার শিক্ষা কেন্দ্র, পার্মানেন্ট ফুড ব্যাঙ্ক, মাসের প্রথম রবিবারের হৃদরোগের চিকিৎসা, টিকাকরণ ইত্যাদি স্থায়ী প্রকল্পগুলি ছাড়াও এ বার তাঁরা পরিবেশ ও শরীরচর্চা বিষয়ক কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেবেন।
নতুন সদস্য দেবর্ষি পালচৌধুরীও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।