Barak UpdatesHappeningsBreaking News
স্বচ্ছতার অঙ্গীকার: ভারত বিকাশ পরিষদের গণসচেতনতা অভিযান
ওয়েটুবরাক, ৩ অক্টোবর : ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার পক্ষ থেকে ভারত সরকারের “স্বচ্ছ ভারত অভিযান”কে বাস্তবায়িত করার উদ্দেশ্যে গণসচেতনতা মূলক প্রচার অভিযান করা হয়। দক্ষিণ শিলচর শাখার সদস্য-সদস্যারা স্বচ্ছ ভারতের জন্য ব্যাপক জনসচেতনতা তৈরি করতে প্রয়াস গ্রহণ করেছেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে তাদের বাড়ি ও অফিসের আশেপাশে সম্পূর্ণ পরিচ্ছন্নতার জন্য অঙ্গীকার গ্রহণ করতে অনুপ্রাণিত করছেন।
এই উপলক্ষ্যে পরিষদের দক্ষিণ শিলচর শাখার সভাপতি ড. কিংশুক অধিকারী বলেন, ভারতে লক্ষাধিক মানুষ অপরিচ্ছন্নতাজনিত কারণে রোগের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। পরিচ্ছন্নতার গুরুত্ব এবং স্বাস্থ্য ও সামাজিক জীবনে এর প্রভাব সম্পর্কে গণসচেতনতামূলক প্রচার এই মুহূর্তে একটি সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ। পরিষদের কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তী বলেন, স্বচ্ছ ভারত হল দেশের সকল নাগরিকের একটি যৌথ দায়িত্ব ও নাগরিকদের দ্বারা স্বচ্ছতার অঙ্গীকার করা ‘স্বচ্ছ ভারত’-এর স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার প্রাথমিক শর্ত। পরিষদের দক্ষিণ শিলচর শাখার সম্পাদিকা ডা. দর্শনা পাটোয়া বলেন, আগামীতে এই ধরনের আরও প্রচার অভিযান চালানো হবে।
গান্ধীজয়ন্তী উপলক্ষে ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযানকে সফল করার উদ্দেশ্যে ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখার সদস্য, সদস্যা ও শুভানুধ্যায়ীদের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে মোট ৫৮৭ জন নাগরিক স্বচ্ছতার অঙ্গীকার গ্রহণ করেছেন বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।