NE UpdatesHappeningsBreaking News
শুধু সাসপেন্ড পাঁচজনই মেঘালয় বিধানসভায় কংগ্রেস প্রতিনিধি !
ওয়েটুবরাক, ১০ জুন : কার্যত বিধায়কশূন্য মেঘালয় কংগ্রেস। কংগ্রেসে থেকেও এনপিপি জোট সরকারকে সমর্থন জানিয়ে সাসপেন্ড হওয়া পাঁচ বিধায়ক নেহাতই খাতায়-কলমে এখনও বিধানসভায় কংগ্রেসের নাম টিঁকিয়ে রেখেছেন। অথচ ২০১৮ সালে ৬০টির মধ্যে ২১ আসনে জিতে বৃহত্তম দল হয়েছিল তারা।
কিন্তু মেঘালয়ের ভারপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক মণীশ চত্রথ রাজ্যে বিধানসভা ভোটের শিঙার ফুঁ দিয়ে দাবি করলেন, কংগ্রেস শুধুই বিধায়কসংখ্যার উপর নির্ভরশীল নয়। সংগঠনই বড় কথা। শীঘ্রই বেশ কিছু চমক দেখাতে তাঁরা তৈরি হচ্ছেন বলে দাবি করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক।
তিনবারের সাংসদ ভিনসেন্ট পালাই পরের বছরের ভোটে মেঘালয় কংগ্রেসের ‘মুখ’ হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন চত্রথ৷ কংগ্রেস কোনও দলের সঙ্গে প্রাক নির্বাচনী জোট গড়বে না বলেও জানান তিনি।