NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস চলাচল ফের শুরু হল

ওয়েটুবরাক, ১০ জুন : আগরতলা-ঢাকা-কলকাতা ‘মৈত্রী’ বাস পরিষেবা ফের শুরু হল৷ শুক্রবার আখাউড়া চেকপোস্টে পতাকা নেড়ে এই বাস পরিষেবার উদ্বোধন করেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ ছিলেন বাংলাদেশের আগরতলা স্থিত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ মোট ৪০ আসনের বাসে ২৮ জন যাত্রী নিয়ে আগরতলা থেকে ‘মৈত্রী’ বাস কলকাতার উদ্দেশে রওয়ানা হয়৷ তাঁদের মধ্যে ২২জনই ভারতীয়৷  ৬ জন বাংলাদেশের নাগরিক৷ উদ্বোধন শুক্রবারে হলেও বাসটি আসলে শুক্রবার ছাড়া সপ্তাহে ছয়দিন চলাচল করবে৷ আগরতলা থেকে চার ঘণ্টায় ঢাকা পৌঁছাবে, কলকাতা যেতে লাগবে ১৯ ঘণ্টা৷

মন্ত্রীর কথায়, এ শুধু ত্রিপুরাবাসী বা উত্তর-পূর্বাঞ্চলের সুবিধাই নয়, দেশের অন্য প্রান্তের মানুষও এই রুটে চলাচল করতে পারবেন৷ তাতে ব্যবসা-বাণিজ্য, পর্যটন শিল্পের উন্নতি ঘটবে৷

মন্ত্রী জানান, আগামী বছর আগরতলা-আখাউড়া রেলপথও চালু হবে, চলবে ট্রেন ৷ প্রসঙ্গত, করোনা অতিমারির দরুন ২০২০-র মার্চে এই বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল৷


‘মৈত্রী’ ফের চালু হওয়ায় ত্রিপুরার সঙ্গে দক্ষিণ অসম এবং মিজোরামের মানুষেরও সুবিধা হবে৷ কারণ পাহাড়লাইন ধসে বিপর্যস্ত৷ গত ১৪ মে থেকে ট্রেন চলাচল বন্ধ৷ ওই বৃহত্তর এলাকার মানুষ এই রুট ধরে কলকাতা হয়ে দেশের যে কোনও অংশে যাতায়াত করতে পারবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker