Barak UpdatesHappeningsSportsBreaking News

সাময়িক প্রসঙ্গ মহিলা ফুটবল: বড় জয় পিডব্লিউডির, ম্যাচসেরা সীমা বাগদি

ওয়েটুবরাক, ২৯ জানুয়ারিঃ  প্রথমবারের মতো  ডিএসএর ফুটবল আসরে খেলতে নেমে  সকলের নজর কাড়লেন সীমা বাগদি নামের এক মহিলা ফুটবলার। বিন্না কান্দির বাসিন্দা  ও শিলচর রাধামাধব কলেজের প্রথম বর্ষের ছাত্রী সীমা এই প্রথম ডিএসএর পরিচালিত সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবলের মতো গুরুত্বপূর্ণ আসরে খেলতে নামেন। শুধু খেললেনই না, দলকে জেতার পিছনে একাই চারটি গোল করে মাঠে ফুটবল প্রেমীদের প্রশংসা কুড়াতে দেখা গেল। সীমার একের পর এক গোল  দলের জয়ে বিরাট ব্যবধানে এনে দেয়।   আর এরই সুবাদে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়ে মুখ্য অতিথি শিলচরের সাংসদ ড. রাজদীপ রায়ের কাছ থেকে পুরস্কার নিতে গিয়ে প্রশংসার জোয়ারে ভাসলেন সীমা। আগামীতে আরো কঠিন পরিশ্রম করে তার প্রতিভাকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন সাংসদ ড. রায়। নিজ কলেজের প্রতিভাশালী মেয়েটির খেলা উপভোগ করতে কলেজ থেকে ছুটে আসতে লক্ষ্য করা গেছে ক্রীড়ানুরাগী কলেজ স্টাফ কমলেশ দাস, এলুমিনি কমিটির সাধারন সম্পাদক রাজদীপ অধিকারী সহ কলেজের অন্যান্যদেরও। শিলচর ডিএসএ  পরিচালিত সাময়িক প্রসঙ্গ কাপ প্রাইজ মানি মহিলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ বিশাল গোলের ব্যবধানে জয় তুলে নেয় পি ডব্লিউ ডি মেকানিক্যাল ক্লাব। সোমবার  দুপুরে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচটিতে ১০-০ গোলের ব্যবধানে পি ডব্লিউ ডি মেকানিক্যাল ক্লাব পরাজিত করলো ধলাই মুনলাইট ক্লাবকে। মূলত এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজ হয়েছিল পি ডাবলু ডি দলটি। ফলে প্রথম এবং দ্বিতীয় হাফে বড় লিড নিয়ে এগিয়ে থাকে। যার সুবাদ সহজ জয় তুলে নিতে সক্ষম হয় তারা। এদিকে দিন খেলা শুরু হওয়ার আগে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন শিলচর ডিএসএস সভাপতি শিবব্রত দত্ত, টুর্নামেন্টের স্পন্সর  তৈমুর রাজা চৌধুরী, শিলচর স্পোর্টিং এর সভাপতি ডঃ অনুপ কুমার রায়, দৈনিক সাময়িক প্রসঙ্গের ডিরেক্টর তৌহিত রাজা চৌধুরী, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, প্রাক্তন ফুটবলার দয়াবতি সিংহ, ফুটবল সচিব বিকাশ দাস, রেফারি সচিব সমর রায়, দেবেন শুক্লবৈদ্য,  শ্যামল দাস। ডিএসএর সহ-সচিব প্রশাসন দেবাশীষ সোমের পরিচালনায় উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে তৈমুর রাজা চৌধুরী, ডক্টর অনুপ কুমার রায়, ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত ডঃ অনুপ কুমার রায়, পি ডাবলু ডি মেকানিক্যাল এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাসিন কলিতা প্রমুখ ব্যক্তিবর্গ টুর্নামেন্টের আয়োজনে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker