NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappenings

সুতারকান্দিতে অভিযান, আটক ১০টি কয়লা ভর্তি লরি
Police operation at Sutarkandi, 10 trucks loaded with coal seized

ওয়েটুবরাক, ৩০ মে : করিমগঞ্জ  পুুলিশ আজ রবিবার সুতারকান্দি সীমান্তে ফের অভিযান চালিয়েছে। অবৈধ কয়লা ভর্তি লরি রুখতে মাঠে নামেন খোদ পুলিশ সুপার ময়ঙ্ক কুমার। সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ যাদব, সদর থানার ওসি বুলারাম তেরঙ৷ রফতানি হওয়ার ঠিক আগ মুহূর্তে আটক করেন নয়টি কয়লা ভর্তি লরি । ফকিরবাজারের বাজার এলাকা থেকে আটক করেন আরও একটি।

সুতারকান্দি থেকে আটক করা লরিগুলির চালক পালিয়ে গেলে ফকিরাবাজার থেকে গ্রেফতার করা হয় এক লরির চালককে। তাকে করিমগঞ্জ সদর থানায় আটকে রাখা হয়েছে। কয়লা ভর্তি লরিগুলি যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য পুলিশ সুপারের নির্দেশে লরির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়। সুতারকান্দি সীমান্তে মোতায়েন করা হয় কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং  ট্রাফিক ইউনিটকে।

প্রসঙ্গত, রফতানির জন্য একটি লরির ৮ টন কয়লার সীমা বেঁধে দেওয়া হয়েছে৷ কিন্তু গোপন বোঝাবুঝির মাধ্যমে সিন্ডিকেট গড়ে ৩২ থেকে ৪০ টন কয়লা একসঙ্গে বাংলাদেশে পাঠানো হয়৷ সরকার ৮ টনেরই শুল্ক পায়, বাকিটা যায় সিন্ডিকেটের বাটোয়ারায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker