Barak UpdatesHappeningsBreaking News
রেশনসামগ্রী, শীতবস্ত্র বিতরণ লায়ন্স-লিওর
ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে দুঃস্থ গরীব মানুষের প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সঙ্গে রয়েছে তাদের যুব শাখা লিও ক্লাব অব শিলচর গ্রেটার।
গত ১৭ ডিসেম্বর একই দিনে কাছাড় জেলার ডলু এলাকায় এবং করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের কালিনগর জিপি এলাকায় প্রায় আড়াইশো দুঃস্থ মানুষের হাতে রেশনসামগ্রী ও শীতবস্ত্র তুলে দেন শিলচর গ্রেটারের সদস্য-সদস্যারা। লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব শিলচর গ্রেটার এবং লায়ন্স ক্লাব অব রামকৃষ্ণনগর যৌথ ভাবে এই রেশন সামগ্রী বিতরণ প্রকল্পের আয়োজন করে। নিজের জন্মদিন উপলক্ষে এই প্রকল্পের সম্পূর্ণ খরচ বহন করেন লায়ন ঋতুপর্ণা পাল রুদ্র গুপ্ত।
কালিনগর স্থিত জি. সি. পাল কলেজ অব এডুকেশন প্রাঙ্গণে তিনটি ক্লাবের কর্মকর্তাদের মাধ্যমে দেড়শোও বেশি মানুষ উপকৃত হন। তাদের জন্য রেশন সামগ্রীর ব্যবস্থা করা হয়। প্রকল্পের শুরুতে লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের প্রতিষ্ঠাতা সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত, লায়ন্স ক্লাব অব রামকৃষ্ণনগরের সভাপতি ড. কৃষ্ণরঞ্জন পাল এবং দুটি ক্লাবের সম্পাদিকা লাকি দাস ও ড. জয়িতা সেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই প্রকল্প সার্থক করতে সহযোগিতা করেন কালিনগর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক সদস্য বিজন দেব। ক্লাবের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবম দাস, রিতিকা পাল, সূর্যাংশু নাথ, পূরবী দাস, সুনয়না নাথ ও রিদম চক্রবর্তী।
অন্যদিকে কাছাড়ের ডলু চা বাগান এলাকায় লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব শিলচর গ্রেটারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। ক্লাবের প্রাক্তন সভাপতি অনুপ দত্তের তত্ত্বাবধানে বনদুর্গা মন্দিরে একশো জনের হাতে কম্বল তুলে দেন সুদীপ পাল, সৌম্যজ্যোতি ভট্টাচার্য, মধুমিতা দাস প্রমুখ।
এছাড়াও গত ১৫ ডিসেম্বর, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি -এর প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর সুধীর চৌধুরীর জন্মদিন উপলক্ষে জীবনদীপ বৃদ্ধাশ্রমের বৃদ্ধ সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার এবং শিলচর কেয়ারের যৌথ পরিচালনায় ছিল এই প্রকল্প। এতে ক্লাবদ্বয়ের সভাপতি আনন্দ ঘোষ ও দীপঙ্কর সাহা সহ অন্যান্য সদস্যরাও সামিল ছিলেন। সঙ্গে ছিলেন লিও ক্লাব অব শিলচর গ্রেটার ও শিলচর কেয়ারের সদস্যরা।