NE UpdatesHappeningsBreaking News

মরানে শিক্ষিকাকে মারধর, ২২ নবোদয় ছাত্র সাসপেন্ড

ওয়েটুবরাক, ১ ডিসেম্বর : ক্লাশের ছেলেদের ফলাফল খারাপ হচ্ছে, এ কথা অধ্যক্ষ এবং অভিভাবকদের জানিয়েছিলেন তিনি৷ তাই ইতিহাসের ওই  শিক্ষিকাকে স্কুলচত্বরে শারীরিক ভাবে নিগৃহীত করল একাদশ-দ্বাদশ শ্রেণির কিছু ছাত্র৷ ডিব্রুগড় জেলার মরান নবোদয় বিদ্যালয়ের এই ঘটনায় রাজ্যে নিন্দার ঝড় বইছে৷ শিক্ষিকা সন্তানসম্ভবা বলে উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্য এবং সচেতন জনতা৷

Rananuj

অধ্যক্ষ রথীন কুমার বলেন, সঙ্গে সঙ্গে ইন্টারন্যাল অডিট কমিটি বৈঠকে বসে৷ দোষী ২২ ছাত্রকে শনাক্ত করেন তাঁরা৷ ডেকে পাঠান তাদের অভিভাবকদের৷ শেষে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে ছাত্রদের বাড়ি নিয়ে যেতে বলা হয়৷ ওই ২২ ছাত্রকে ছয়মাসের জন্য বহিস্কার করা হয়েছে৷

ডিব্রুগড়ের জেলাশাসক বিশ্বজিৎ পেগু এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker