Barak UpdatesHappeningsBreaking News
বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা অভিযান সর্বধর্ম সমন্বয় সভার
৬ ডিসেম্বর: বাল্যবিবাহের ফলে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ জীবন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এ বিষয়ে সতর্কবাণী শোনালেন মহিলা নেত্রী শুক্লা চন্দ। তিনি বলেন, পরিবারের ভুল সিদ্ধান্তে কিছু অশিক্ষিত মেয়ে বিয়েতে রাজি হয়। তাতে প্রথমে সৃষ্টি হয় দাম্পত্য ঝামেলা। অনেক সময় তা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়ায়৷ তাই বাল্যবিবাহকে প্রতিহত করতে ভারত সরকার বাল্যবিবাহ আইন প্রণয়ন করে। এই আইনে মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছরের নীচে বিয়ে নিষিদ্ধ।
বুধবার বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা’র করিমগঞ্জ কার্যালয়ে অসম দিবস উদযাপন করা হয়৷ ওই অনুষ্ঠানেই বক্তব্য রাখছিলেন শুক্লা চন্দ। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যা তথা ইস্টার্ন জুনিয়র কলেজের শিক্ষিকা ঝুমা দাস। কবিতা পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা কৃষ্ণারাণী চন্দ, জুবেদা বেগম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে মাইজডিহি এলাকায় বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারাভিযান চালায় বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা৷