Barak UpdatesAnalytics

শিলচর আসনে ৭৯.৪ শতাংশ, হাইলাকান্দি জেলায় মহিলারা পুরুষদের অনেকটা ছাপিয়ে
Final poll data: Silchar recorded 79.4%, Karimganj polled 73.15%

১৯ এপ্রিলঃ শিলচর সংসদীয় আসনে গত লোকসভা নির্বাচনের চেয়ে ভোট বেড়েছে অনেকটা। সমস্ত ইভিএম জমার পর হিসাব টেনে দেখা যায়, ভোট পড়েছে ৭৯.৪ শতাংশ। গত লোকসভা নির্বাচনে এই হার ছিল ৭৫.৪৬ শতাংশ। এ বার এই আসনে মহিলারা শতাংশের হিসেবে পুরুষদের চেয়ে সামান্য বেশিই। পুরুষ ভোটারদের ভোটদানের হার ছিল ৭৯.৬২। মহিলাদের ৭৯.১৯ শতাংশ।

বিধানসভা ভিত্তিক ভোটের হারে সবচেয়ে বেশি ভোট পড়েছে কাটিগড়ায়। ৮৩.৮২ শতাংশ। সবচেয়ে কম লক্ষ্মীপুরে ৭৪.৪১ শতাংশ। সোনাই ও ধলাইয়ে এই হার ক্রমে ৭৮.৯২ ও ৭৯.৯৬ শতাংশ। সে তুলনায় শিলচর শহরে ভোট পড়েছে কম হারে। ৭৬.৮১ শতাংশ। উধারবন্দ ও বড়খলায় এই হার ক্রমে ৮১.৩৯ ও ৮১.২২ শতাংশ।

তবে করিমগঞ্জ সংসদীয় আসনে ভোটের হার নেমে গিয়েছে। সেখানে দুই জেলা মিলিয়ে ভোট পড়েছে ৭৩.১৫ শতাংশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই আসনে লক্ষ্যণীয় ব্যাপার, মহিলাদের ভোটদানের হার পুরুষদের বেশ ছাপিয়ে গিয়েছে। পুরুষরা যেখানে ৬৮.৪৩ শতাংশ ভোট দিয়েছেন, সেখানে মহিলাদের এই হার ৭৮.২৭ শতাংশ। সে জন্য কৃতিত্ব দিতে হয় হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লিকে। তিনি যোগ দেওয়ার পর থেকেই মহিলাদের ভোটবৃদ্ধির ওপর গুরুত্ব দেন। নানাভাবে তাদের ভোটদানে উতসাহিত করেন। মহিলাদের ভোট বাড়লেও জেলায় পুরুষদের ভোট আশ্চর্যজনকভাবে কমে গিয়েছে। হাইলাকান্দি বিধানসভা আসনে পুরুষ ভোট পড়েছে ৫০.৯৯ শতাংশ। মহিলা ৭৩.১৫ শতাংশ। কাটলিছড়াতে ৪৬.৮৪ শতাংশ পুরুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যদিকে মহিলাদের হার ৭৭.৫ শতাংশ। আলগাপুরেও মোটামুটিভাবে একই দৃশ্য। ৫১.৬৫ শতাংশ পুরুষ ভোটার, ৮৩.১৭ শতাংশ মহিলা। সব মিলিয়ে বলতে হয়, মহিলাদের ব্যাপক হারে টানা না গেলে হাইলাকান্দি জেলায় এ বার ভোট পড়ত অনেক কম।

বিধানসভা কেন্দ্র ভিত্তিক ভোটের হারঃ হাইলাকান্দি, কাটলিছড়া ও আলগাপুর ক্রমে ৬১.৬৪, ৬১.৪৯ ও ৬৬.২২ শতাংশ। অন্যদিকে একই আসনের করিমগঞ্জ জেলায় বিধানসভা আসন ভিত্তিক হার হলঃ রাতাবাড়ি ৭৯.৪৫, পাথারকান্দি ৮০.৬১, উত্তর করিমগঞ্জ ৭৫.২৩, দক্ষিণ করিমগঞ্জ ৭৯.০৭ ও বদরপুরে ৮০.৪৮ শতাংশ।

April 19: Voting for the Phase II of Lok Sabha Election 2019 in 1461 and 1721 polling stations respectively for the Silchar and Karimganj Parliamentary Constituencies has come to an end. Apart from Silchar and Karimganj, polling in the second phase of the Lok Sabha Election on 18 April also took place in Mangaldai, Autonomous District (ST) and Nagaon. On the night of 18 April, ECI app showed that 73.8 percent voter turnout was recorded at Silchar whereas Karimganj polled 72.9 percent.

It was however stated by the ECI that the final polling percentage is likely to increase as many of the returning officers in over 1,000 remote polling stations across these five constituencies are yet to update the office of the Chief Electoral Officer here regarding poll percentage. Finally, on 19 April, the ultimate poll percentage was released.

As per the latest data, Silchar Lok Sabha constituency recorded a poll percentage of 79.4 whereas it was 73.15 in the Karimganj Parliamentary constituency.

  1. Silchar: 79.40 percent
  2. Karimganj (SC): 73.15 percent
  3. Autonomous District (Diphu): 77.47 percent
  4. Mangaldoi: 83.60 percent
  5. Nowgong: 83.24 percent

Silchar Lok Sabha Constituency: (79.4%)

  • Silchar Assembly Constituency: 76.81%
  • Sonai Assembly Constituency: 78.92%
  • Dholai Assembly Constituency (SC): 79.96%
  • Udharbond Assembly Constituency: 81,39%
  • Lakhipur Assembly Constituency: 74.41%
  • Barkhola: Assembly Constituency: 81.22%
  • Katigorah Assembly Constituency: 83.82%

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker