Barak UpdatesHappeningsBreaking News
নতুন ছক, বাড়ি এসে ব্যাঙ্ককর্মী পরিচয়ে এটিএম কার্ড ও পিনকোড নিয়ে গেল প্রতারক
ওয়েটুবরাক, ২৭ এপ্রিলঃ সাহসের বলিহারি! বাড়ি থেকে ব্যাঙ্ক কর্মচারী পরিচয় দিয়ে এটিএম কার্ড বদলে নিয়ে গেল প্রতারক। সঙ্গে জেনে নিয়েছে পিনকোডও। এক সপ্তাহ পর টাকা তুলতে গিয়ে করিমগঞ্জ লক্ষ্মীবাজার রোডের শিপ্রা দাস দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৪৩ হাজার টাকা কে উঠিয়ে নিয়ে গিয়েছে। শিপ্রাদেবী আজ মঙ্গলবার এ নিয়ে করিমগঞ্জ থানায় এজাহার দেন।
তিনি জানান, গত ১৯ এপ্রিল তিনি তাঁর স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে পরিচিত একজনের মাধ্যমে তিন হাজার টাকা তোলেন। এর কিছুক্ষণ পরে ব্যাঙ্ককর্মী পরিচয়ে তাঁর ছেলের মোবাইলে একজন ফোন করে। জানতে চায়, তিনি তিন হাজার টাকা তুলেছেন কিনা। ‘হ্যাঁ’ বলতেই ও প্রান্ত থেকে জানানো হয়, এর পরই অ্যাকাউন্টটি লক হয়ে গিয়েছে। তিনি একজন ব্যাঙ্ককর্মীকে তাঁর বাড়িতে পাঠাচ্ছেন। গোপনে যেন তাঁর কাছে পিনকোডটি জানিয়ে দেন।
কিছুক্ষণ পরেই এক যুবক মোটর সাইকেল নিয়ে তাঁর বাড়িতে যায়। পিনকোডটি জেনে এটিএম কার্ডটি দেখতে চায়। তিনি এটিএম কার্ডটি এনে দিলে যুবকটি তাঁর সামনেই উল্টেপাল্টে দেখে ফিরিয়ে দেয়। শিপ্রাদেবীর পক্ষে বোঝাই সম্ভব হয়নি, তাঁর সামনেই যুবকটি এটিএম কার্ডটি বদলে নিয়েছে। অন্য নামের একটি এটিএম কার্ড তাঁর হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আজ ওই এটিএম কার্ড নিয়ে টাকা তুলতে গেলে বিষয়টি ধরা পড়ে। পরে তিনি ব্যাঙ্কে গিয়ে খোঁজ করে দেখেন, পাঁচবারে মোট ৪৩ হাজার টাকা তুলে নিয়েছে প্রতারকরা।
এ দিকে, এজাহার দিতে গিয়েও তিনি মুশকিলে পড়েন। অভিযোগ, কর্তব্যরত পুলিশ কর্তা তাঁর এজাহার গ্রহণ করতে চাননি। পরে অবশ্য নানা কথায় তাঁর এজাহারটি রাখা হয়। প্রতারণার নতুন ছকের কথা জেনে করিমগঞ্জ জেলা জুডে চাঞ্চল্য দেখা দিয়েছে।