NE UpdatesHappeningsBreaking News
নগাঁওয়ের লাওখোয়া অভয়ারণ্যে মাছশিকার, বনকর্মীদের গুলিতে হত দুই ভাই
ওয়েটুবরাক, ২২ জুন: নগাঁও জেলার লাওখোয়া অভয়ারণ্য স্থিত রৌমারি বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়েছিলেন দুই ভাই৷ আব্দুল জলিল ও সমীর উদ্দিন৷ বন কর্মীদের গুলিতে প্রাণ হারালেন দুজনই৷ শুক্রবার রাতের এই ঘটনায় নগাঁও জেলায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ বনকর্মীরাই গুলিবিদ্ধ দুই ভাইকে নগাঁও সিভিল হাসপাতালে নিয়ে যায়৷ ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেহদুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেন৷
পরিবারের সদস্যদের অভিযোগ, বনকর্মীদের একাংশের যোগসাজশেই দল বেঁধে রাতে গ্রামবাসীরা রৌমারি বিলে মাছশিকার করে৷ হঠাৎ করে শুক্রবার রাতে তাঁরা গুলি চালাল কেন, বিষয়টি তাদের ভাবিয়ে তুলছে৷ তাঁদের কথায়, এরা সব সময়ের জন্য কড়া ভূমিকা গ্রহণ করলে কেউ মাছ ধরতে যেতেন না৷
দুই ভাইকে গুলি করে হত্যার ঘটনায় নগাঁওয়ে উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশ এলাকায় অতিরিক্ত রক্ষী মোতায়েন করেছে৷ বিধায়ক নুরুল হুদা ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি করেছেন৷ তিনি ধিং এলাকায় গিয়ে শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান৷ বিধায়ক হুদার জিজ্ঞাস্য, পায়ে গুলি করতে পারতেন, খুন করলেন কেন তাঁরা?
কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার নিন্দা করা হয়েছে৷