Barak UpdatesHappeningsBreaking News

থানার দালাল ধরতে বরাকেও পুলিশ মাঠে, ধৃত ৩২

ওয়েটুবরাক, ১৬ জানুয়ারি : মুখ্যমন্ত্রীর নির্দেশে থানাগুলিকে দালালমুক্ত করার অভিযানে নেমেছে বরাক উপত্যকার তিন জেলার পুলিশও৷ শনি ও রবিবার দুইদিনে তাঁরা গ্রেফতার করেন মোট ৩২জনকে৷ পুলিশের অভিযোগ, সাধারণ মানুষ থানায় এজাহার দিতে গেলে এই ‘দালাল’রা তাঁদের কব্জা করে নেয়৷ এজাহার লিখে দেওয়ার নামে তাদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেয়৷ কখনও মামলার পক্ষে বা বিপক্ষে প্রভাব খাটানোর কথা বলেও সাধারণ মানুষকে প্রতারিত করে৷ ধৃতরা অবশ্য এ সব অভিযোগ অস্বীকার করেন৷

তাদের পরিবারের সদস্যরাও বলেন, এলাকার অশিক্ষিত গ্রামবাসী মামলা করতে গেলে এজাহার লেখানোর জন্য সঙ্কটে পড়েন৷ ধৃতরা বরং তাদের উদ্ধারকর্তার ভূমিকা পালন করেন, এজাহার লিখে প্রয়োজনীয় পরামর্শও দেন৷ আদালত অবশ্য সবাইকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷

কাছাড় জেলায় ধৃতরা হলেন সুব্রত দাস, দিনোজ দাস, প্রদীপ কর, সেলিমউদ্দিন লস্কর, সরজিল আলি, সঞ্জীব নাথলস্কর, সোনাবর আলি বড়ভুইয়া, কমলেশ দাস ও অরূপ পাল৷ এ ছাড়াও রয়েছেন করিমগঞ্জের চোদ্দজন এবং হাইলাকান্দির নয়জন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker