NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি আইআইটির সমাবর্তনে উপ রাষ্ট্রপতি ধনখড়
গুয়াহাটি, ৪ জুলাই : গুয়াহাটি আইআইটি-র ২৫তম সমাবর্তনে মঙ্গলবার মুখ্য অতিথি হিসেবে অংশ নিলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সমাবর্তনে প্রতিষ্ঠানের ২০১১ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। খোশমেজাজে বক্তব্য শুরু করে উপ রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কর্মদক্ষতা ও বিচক্ষণতার ভূয়সী প্রশংসা করেন।
দেশের অমৃতকালের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ২০৪৭ সালে দেশ যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তখন ভারত গোটা বিশ্বের মধ্যে শিখরে থাকবে। প্রগতির সেই গতিতেই দেশ এগিয়ে গিয়েছে। দেশ বিদেশে গুয়াহাটি আইআইটির খ্যাতির কথা উল্লেখ করে উপ রাষ্ট্রপতি প্রতিষ্ঠানের খ্যাতিকে নিজের কর্মের মাধ্যমে আরও অধিক প্রসার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময় আসাম সহ উত্তর পূর্বাঞ্চলকে আরও বেশি করে জানার সুযোগ হয়েছে। জীবনে এগিয়ে যেতে হলে ঝুঁকি নেওয়ার কথাও এ দিন ছাত্রদের উদ্দেশ্য করে বলেছেন ধনখড়।
অনুষ্ঠানে রাজ্যপাল গোলাবচান্দ কাটারিয়া বলেছেন, আইআইটি গুয়াহাটির ব্যক্তি নির্মাণের শৈক্ষিক পরিবেশ সবাইকে আকর্ষিত করে। ডিগ্রি লাভ করা পড়ুয়াদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, চাকরির পেছনে না ঘুরে মানুষকে চাকরি দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও ডিগ্রি পাওয়া পড়ুয়াদের শুভেচ্ছে জ্ঞাপন করেন।
এ দিকে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এ দিন গুয়াহাটি আইআইটির পড়ুয়াদের সঙ্গে বার্তালাপেও মিলিত হন। এর আগে তিনি স্ত্রীকে নিয়ে নীলাচল পাহাড়ের কামাখ্যা মন্দিরে দেবীর আশিস গ্রহণ করেন।