NE UpdatesHappeningsBreaking News
মণিপুরের অখণ্ডতাকে বিনষ্ট হতে দেবেন না, ইস্তফায় বীরেনের আর্জি

ওয়েটুবরাক ৯ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে গিযেও মণিপুরের ভৌগোলিক অখণ্ডতায় গুরুত্ব দিলেন এন বীরেন সিংহ। পদত্যাগ পত্রেই তিনি বলেন, “এই রাজ্যের ভৌগোলিক অখণ্ডতা সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ সভ্যতার ইতিহাস বহন করছে। হাজার হাজার বছর ধরে লালিত এই ইতিহাসকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছি আমি।” রাজ্যপালের উদ্দেশে বীরেন লিখেন, “আপনার মাধ্যমে কেন্দ্রকে অনুরোধ জানাই, এই অখণ্ডতাকে কোনওমতে বিনষ্ট হতে দেবেন না। সেই সঙ্গে অনুপ্রবেশ ঠেকাতে হবে। অনুপ্রবেশকারীদের প্রত্যর্পণেও উপযুক্ত কৌশল গ্রহণ করতে হবে।” মাদক সন্ত্রাসের বিরুদ্ধেও তিনি কেন্দ্রকে সতর্ক করে দেন।