Barak UpdatesHappeningsBreaking News
কংগ্রেস-বিডিএসএফের বিরোধিতায় ডিজনিল্যান্ড মেলা উদ্বোধন আটকে গেল
২৬ ফেব্রুয়ারিঃ গান্ধীমেলার মাঠে ঠিক গান্ধীমেলারই মত মেলা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তুতি চূ়ড়ান্ত। শুক্রবার বিকালেই মেলা উদ্বোধনের কথা ছিল। কিন্তু কংগ্রেস ও বিডিএসএফের বিক্ষোভ-বিরোধিতার দরুন এ দিন মেলা শুরু হতে পারেনি। মেলার আয়োজক ডিকে এন্টারপ্রাইজের প্রতিনিধিরা গিয়ে বিক্ষোভরতদের সঙ্গে কথা বললেও সমাধান বেরোয়নি।
কংগ্রেস ও বিডিএসএফ পৃথকভাবে আন্দোলন করে ৷ তবে বক্তব্য একই। তাঁদের কথায়, কোভিডের দরুন গান্ধীমেলা, নেতাজিমেলা, রবীন্দ্রমেলা সবই বন্ধ করে দেওয়া হল। কোনও পুরসভা বা সর্বজনীন কমিটি সে ব্যাপারে দায়িত্ব নিতে পারেনি। তাহলে বেসরকারি সংস্থাকে কী করে মেলা আয়োজনের সুযোগ দেওয়া হল? দ্বিতীয়ত, মেলা যদি একই মাঠে হয়, তাহলে গান্ধীর নাম মুছে ফেলা হল কেন?
কোভিডের প্রেক্ষিতে এক বছর ধরে যে তাদের সমস্ত নাগরদোলা, চরকির মত খেলনাসামগ্রী শিলচরেই পড়েছিল এবং তারা গান্ধীমেলার আশা করছিলেন, আয়োজকরা তা উল্লেখ করেন। তাঁরা বলেন, পুরসভা মেলা আয়োজন না করায় তারা মুষড়ে পড়েন। পরে নিজেরাই ঝুঁকি নিয়ে মেলার উদ্যোগ নেন। পুরসভা ঐতিহ্যবাহী গান্ধীমেলার আয়োজক বলে তাঁরা ভিন্ন নাম গ্রহণ করেন।
তবে শেষপর্যন্তও ফয়সলা হয়নি। ফলে আয়োজকরা শুক্রবার মেলা উদ্বোধন স্থগিত রাখেন। তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ দিকে, মেলা কর্তৃপক্ষ উদ্বোধক হিসেবে সাংসদ ডা. রাজদীপ রায়ের নাম প্রকাশ করলেও তিনি এ দিন বিকালে জানান, এমন কোনও আমন্ত্রণ তিনি পাননি। ফলে মেলা উদ্বোধনে তিনি যাওয়ার প্রশ্ন ওঠে না।