Barak UpdatesHappeningsBreaking News
অনুমতি ছাড়া কাছাড়ে মিটিং-মিছিল নয়, বাজানো যাবে না লাউডস্পিকারও
১০ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কোনও দল বা প্রতিদ্বন্দ্বীকে জমায়েত করার পাশাপাশি সভা-সমিতি করতে বা সভায় লাউডস্পিকার বাজাতে হলে কাছাড় জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। বুধবার, ১৪৪ ধারা জারি করে এই নির্দেশ দিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কীর্তি জল্লি। তিনি জানান, গত নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় কিছু হিংসাত্মক ঘটনা ঘটেছিল। দুষ্কৃতীরা গোষ্ঠীদ্বন্দ্বও বাধিয়েছিল, যা আইন শৃঙখলার অবনতি ঘটিয়েছে। তাই শান্তি-শৃঙখলা বজায় রাখার জন্য ১৪৪ ধারায় এই নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশ অনুযায়ী, যে কোনও রাজনৈতিক দল, প্রার্থী বা যে কেউ কোনও সভা, মিছিল, শোভাযাত্রা আয়োজনের আগে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। সভা-সমিতিতে লাউডস্পিকার বাজাতে হলেও অনুমতি লাগবে প্রশাসনের।