Barak UpdatesHappeningsFeature Story

মিঠুনের পাশে বসে ফোঁটা নেয় পোষ্য বকু

১৮ নভেম্বর: মিঠুন রায়রা এক ভাই, এক বোন৷ কিন্তু চার বছর ধরে ভাইফোঁটা স্মরণ করিয়ে দেয়, তারা আসলে দুই ভাই, এক বোন৷

Rananuj

ভাইফোঁটার দিনে মিঠুন আসন পেতে বসলেই ‘বকু’ পাশে এসে বসে৷ মনীষা দাদার সঙ্গে তাকেও ধান-দুর্বা দেন৷ কপালে চন্দনের ফোঁটা দিয়ে বলেন, “যমদোয়ারে দিলাম কাঁটা/ভাইকে দিলাম বোনে ফোঁটা৷”

মিঠুনবাবু জানান, ১১ বছর আগে বকু-কে তাদের বাড়িতে আনা হয়৷ তখন মাসকয়েক বয়স তার৷ বেড়ে ওঠা তাদের সঙ্গে থেকে৷ প্রথম ৭ বছর ভাইফোঁঁটার দিনে শুধু তাকিয়ে থাকত৷ ব্যাপারটা বোঝার চেষ্টা করত৷ চার বছর ধরে সোজা বসে পড়ে৷ ধান-দুর্বা বা চন্দনের ফোঁটা, সব গ্রহণ করে ছোট্ট ভাইয়ের মত৷ মনীষাও দাদার জন্য যেমন খই, মুড়ির নাড়ু বানান, তেমনি বকোর জন্য কিনে আনেন তার পছন্দের রসগোল্লা, পকোড়া৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker